যেই ৫ টি কাজ করে আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন মাসে ২০ হাজার টাকা। (Top 5 Work And Earn Money Online)

 যেই ৫ টি কাজ করে আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন মাসে ২০ হাজার টাকা।



আজকের আর্টিকেলে আমরা শেয়ার করবো কয়েকটি ইনকাম এর সাইট। এই সাইট গুলো থেকে আপনি ঘরে বসেই টাকা ইনকাম করতে পারবেন। বর্তমান যুগ হলো ইন্টারনেট এর, আমারা এমন কেউ নেই যে ইন্টারনেটে সয়ম ব্যায় করি না। আমরা অনকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সময় ব্যায় করি বিনোদন এর জন্য, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় আমরা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেই। আমরা যদি এই সময় থেকে ২-৩ ঘন্টা যদি কিছু কাজের জন্য ব্যায় করি আর সেটা থেকে যদি আমরা ইনকাম করতে পারি তাহলে ক্ষতি কিসের। 


ঠিক এমন কয়েকটি সাইট নিয়ে আজকে আলোচনা করবো যে এই সাইট গুলোতে দৈনিক ২-৩ ঘন্টা সময় দিয়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন৷ আর এই সাইট গুলোতে তেমন কোন কঠিক কাজ করতে হবে না আপনাকে বা আপনাকে তেমন কোন বিষয়ে ভালো স্কিল ও ডেভেলপ করতে হবে না। আপনি যাদি সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন ব্রাউজার ব্রাউজ করতে পারেন তাহলেই চলবে। আপনি এই ছোট কাজ গুলো করেও ভালো টাকা ইনকাম করতে পারেন অনলাইন থেকে। 

তাহলে চলুন কোন কিছু সাইট / কাজ সম্পর্কে যেনে নেই যে কাজ গুলো করে আমরা অনলাইন থেকে ঘরে বসে ২০ হাজার টাকা ইনকাম করতে পারবো৷ 


১/ অ্যাড পড়ে ইনকাম (Reading AD from home and earn money online)


আপনারা হয়তো অবাক হয়ে গেছেন অ্যাড পড়ে ইনকাম এটা কীভাবে সম্ভব। আমি বলবো এটাই সম্ভব আমরা চাইলে বিভিন্ন ওয়েবসাইট এর এড পড়ে ইনকাম করতে পারি৷ বিভিন্ন কোম্পানির তাদের বিজ্ঞাপন দেওয়ার জন্য বিভিন্ন ওয়েবসাই খুজে নেয় আমাদের সেসকল ওয়েবসাইট খুজে বের করতে হবে এবং সেই সাইটে রেজিষ্ট্রেশন করতে হবে৷ কোম্পানি গুলো তাদের বিজ্ঞাপন এর সম্পর্কে বিভিন্ন এড দিয়ে থাকে অথবা নতুন কোম্পানি গুলে তাদের প্রচার বা প্রোডাক্ট এর বিজ্ঞাপন এর জন্য বিভিন্ন ওয়েবসাইট এ এড দিয়ে থাকে অথবা প্রমোট করে থাকে। আর আপনি তাদের এড গুলো দেখে তাদের কে প্রমেট করে দিবেন। যার জন্য কোম্পানি ওয়েবসাইট এর মালিক কে পেমেন্ট করে থাকে। আর আপনি যেহেতু এড দেখে প্রমোট করেছেন তার জন্য ওয়েবসাইট এর মালিক আপনার সাথে কিছু রেভিনিও শেয়ার করবে যেটা থেকে আপনি মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন। 


অ্যাড দেখার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং বহুল পরিচিত একটি সাইট হলো পেইডভার্টস। এটি একটি আন্তর্জাতিক সাইট তাই এ সাইটে আপনি নির্ভয়ে কাজ করতে পারেন। আর আপনি যদি পেইডভার্স এ ভালোভাবে কাজ করতে পারেন তাহলে এখান থেকে আপনি মাসে ১৫০-৩০০ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন। 


২/ অনলাইন সার্ভে করে ইনকাম। (Online Survey Income) 


আপনি অনলাইনে সার্ভে করে ইনকাম করতে পারেন। অনলাইন সার্ভে বলতে অনলাইনে জরিপ৷ বিভিন্ন সার্ভে সাইট রয়েছে যে সাইট গুলোতে আপনি সার্ভে করে দিনে ১০-২০ ডলার ইনকাম করতে পারেন। আপনাকে বিভিন্ন জিনিস সম্পর্কে জিজ্ঞেস করা হবে বা অনেক কিছু সম্পর্কে জানতে চাইবে আপনাকে সে প্রশ্ন গুলোর সঠিক উত্তর দিতে হবে। আপনি সঠিক উত্তর দিয়ে এখান থেকে ইনকাম করতে পারেন৷ তবে বাংলাদেশ থেকে ভালোভাবে সার্ভে করা যায় না। কারন বাংলাদেশ অনেক কম পরিমানে সার্ভে কাজ পাওয়া যায়। তাই আপনি চাইলে পেইড ভিপিএন কিনে সার্ভে কাজ করতে পারেন। ভিপিএন দিয়ে সার্ভে কাজ করতে কোন সমস্যা হবে না৷ আর আপনি যদি ভিপিএন দিয়ে সার্ভে কাজ করেন তাহলে মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন৷ আর এই সার্ভে কাজ করে ইনকাম আপনি ঘরে বসেই করতে পারবেন। 


অনলাইনে এমন অনেক সাইট পেয়ে যাবেন যেখানে আপনি সার্ভে কাজ করতে পারবেন। এছাড়াও আপনি (Sure Job, Super Pay, Survey Time, Swashbuck) ইত্যাদি আরো অনেক সাইট রয়েছে যে সাইট গুলোতে আপনি সহজেই রেজিষ্ট্রেশন করে সার্ভে কার করতে পারবেন। সার্ভে থেকে ভালো ইনকাম করতে চাইলে পেইড ভিপিএন দিয়ে কাজ করুন। পেইড ভিপিএন ব্যাবহার করলে আপনি মাসে এখান থেকে ২০০-৫০০ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন। 


৩/ মাইক্রো টাক্স কাজ করে ইনকাম। (Microjob Online Income)

মাইক্রো জব করে আপনি অনলাইন থেকে ঘরে বসে ইনকাম করতে পারেন মাসে ১০০-২০০ ডলার পর্যন্ত। আপনাকে প্রতিদিন ২-৪ ঘন্টা সময় দিলেই হবে আপনি মাস শেষে এখান থেকে ছোট ছোট কাজ গুলো করে মাসে ১৫-২০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। মাইক্রো সাইট গুলেতে কাজ করতে আপনার কোন স্কিল লাগবে না। অনেক সহজ সহজ কাজ করেই আপনি ইনকাম করতে পারবেন। আপনি মাইক্রো সাইটে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট এর কাজ করতে পারবেন৷ এটার জন্য আপনাকে শুধু ক্লিক করা জানতে হবে। আরো রয়েছে বিভিন্ন সাইটে সাইনআপ করা। যেমন আপনার নাম, মোবাইল নাম্বার, জিমেইল দিয়ে বিভিন্ন ওয়েবসাইট এ একাউন্ট করা৷ এছাড়াও আপনি আপনি ইউটিউব ভিডিও দেখে চ্যানেল সাবস্ক্রাইব করে ইনকাম করতে পারেন৷ এগুলো ছাড়াও আরো অনেক অনেক কাজ করেছে যেগুলো অনেক সহজ কাজ আপনি সহজে ঘরে বসে ইনকাম করতে পারবেন৷ 


বর্তমানে অধিক পরিচিত এবং অধিক জনপ্রিয় মাইক্রো সাইট গুলো হলোঃ Picoworkers এবং Micro workers।  এই দুইটে সাইটে আপনি যদি একটু সময় দিয়ে কাজ করেন তাহলে এখান থেকে আপনার মাস শেষে 150-300  ডলার ইনকাম করা তেমন কঠিন হবে না। আপনি এখানে খুব সহজ কাজ গুলো করতে পারবেন, আর এখান থেকে পেমেন্ট এর কোন ঝামেলা নেই আপনি সহজে এই সাইটে কাজ করে পেমেন্ট নিতে পারবেন। 


৪/ ব্লগিং করে ইনকাম ( Blogger Online Income)


ব্লগিং বলতে আপনি লেখালেখি করে ইনকাম করতে পারেন। আপনি একটি ব্লগ সাইট তৈরি করবেন সেখানে বিভিন্ন বিষয় এর উপর লিখতে পারেন।  আপনি যে বিষয়ে মোটামুটি ভালো বুজেন সে বিষয়ে লেখালেখি করতে পারেন। আর ব্লগ সাইটে থেকে অনেক অনেক টাকা ইনকাম করা সম্ভব। গুগল অ্যাড  মাধ্যমে মূলত ব্লগ সাইটে  ইনকাম হয়ে থাকে৷ আর এই ইনকাম টা স্হায়ী ইনকাম আপনি ব্লগিং করে সারাজীবন ইনকাম করতে পারবেন৷ 

এই ব্লগিং কে আপনি আপনার প্রফেশন হিসাবেও নিতে পারেন কারন এখান থেকে এত টাকা ইনকাম করা সম্ভব সেটা আপনার কল্পনার বাইরে। তাই আপনি চাইলে একটি ব্লগ সাই খুলে সেখানে ভালো কিছু আর্টিকেল লিখে তা গুগল এডসেন্স এর সাথে এড করে সেখান থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। 


৫/ কন্টেন্ট রাইটিং করে ইনকাম।  (Content Writing Online Incom)। 


আপনি যদি লেখালেখি করতে পছন্দ করেন তাহলে আপনি কন্টেন্ট রাইটিং করতে পারেন। ফ্রিল্যাসিং মার্কেটে কন্টেন্ট রাইটিং এর অনেক চাহিদা রয়েছে৷ আপনি প্রতি ৫০০ ওয়ার্ড লেখার জন্য ৫-১০ ডলার পেতে পারেন। তাহলে চিন্তা করুন আপনার টাইপিং স্পিড যদি ভালো হয় তাহলে আপনি কন্টেন্ট রাইটিং করে কত টাকা ইনকাম করতে পারবেন এটা আপনি নিজেও এখন ভালো বুজবেন।  আপনার টাইপিং স্পিড যত বেশি হবে আপনি তত বেশি টাকা অনলাইন থেকে টাইপিং বা কন্টেন্ট রাইটিং করে ইনকাম করতে পারবেন। 


কন্টেন্ট রাইটিং এ জন্য আপনাকে প্রফেশনাল ফ্রিল্যাসিং সাইট গুলোতে কাজ করতে হবে৷ যেমনঃ Fiverr.com, Freelancer.com, Guru.com ইত্যাদি আরো অনেক সাইট পেয়ে যাবেন। 


বিঃদ্রঃ 

আমাদের এই ব্লগ সাইটে অনলাইন ইনকাম এর এমন অনেক আর্টিকেল পেয়ে যাবেন। এছাড়াও এখানে কয়েকটি কাজের ধারনাও পেয়ে যাবেন। কীভাবে একাউন্ট করবেন এবং কিভাবে কাজ করবেন চাইলে সে সকল আর্টিকেল ঘুরে আসতে পারেন।

শেষ কথাঃ 

অনলাইন থেকে ইনকাম করতে চাইলে আমাদের সাথে থাকতে পারেন। 

আমাদের ইউটুব চ্যানেল এখানে ক্লিক করুন। 

আমাদের ফেসবুক পেইজ এখানে ক্লিক করুন।


Post a Comment

0 Comments