ডাটা এন্ট্রি করে ইনকাম। What is Data Entry Job.

 ডাটা এন্ট্রি করে ইনকাম।  What is Data Entry Job.

আজকের আর্টিকেলে আমার জানবো ডাটা এন্ট্রি করে করে ইনকাম। এটা মিথ্যা নয় ডাটা এন্ট্রি করে হাজার হাজার মানুষ অনলাইন থেকে ঘরে বসেই ইনকাম করছে হাজার হাজার টাকা। 


ডাটা এন্ট্রি কী?  


সহজ ভাষায় ডাটা এন্ট্রি হলো কোন লেখা বা কোন কাজ দেখে দেখে এন্ট্রি করা। অনক ধরনের ডাটা এন্ট্রি কাজ কাজ কাজ রয়েছে। আজকে আমরা কয়েকটি ডাটা এন্ট্রি কাজ সম্পর্কে জানবো যেগুলো অধিক জনপ্রিয়। ডাটা এন্ট্রি কাজ টা অন্য কাজের চাইতে তুলনামূলক অনেক সহজ কাজ তাই যে কেউ চাইলেই এই কাজটি ঘরে বসে করতে পারেন। 




ডাটা এন্ট্রি কাজ করতে কী প্রয়োজন?  


ডাটা এন্ট্রি কাজ করতে আপনাকে যে অনেক বেশি স্কিল ডেভেলপ করতে হবে তা নয়, আপনার মোটামুটি স্কিল থাকলেও আপনি ডাটা এন্ট্রি কাজ করতে পারবেন। আপনার তার সাথে থাকতে হবে একটি কম্পিউটার / লেপটপ তূর সাথে মোটামুটি স্পিড এর নেট কানেকশন। আপনি চাইলেই আপনার হাতের স্মার্ট ফোন বা ট্যাব দিয়েই ডাটা এন্ট্রি কাজ করতে পারেন। তার সাথে সাথে আপনার থাকতে হবে টাইপিং স্পিড আপনার টাইপিং স্পিড যত ভালো হবে আপনি ততবেশি ইনকাম করতে পারবেন অন্য দের চাইতে। টাইপিং স্পিড ভাবে করতে গিয়ে একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে যাতে আপনি টাইপিং এ কোন ভূল না করেন ভূল করলেই আপনার সমস্যা। আমি কেনো বলেছিলাম যে ডাটা এন্ট্রি করতে তেমন কোন স্কিল প্রয়োজন হয় না কারন ডাটা এন্ট্রি কাজ আপনি সম্পূর্ণ দেখে দেখে করবেন। তাই আপনি চাইলেই আপনার কম্পিউটার / লেপটপ / মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি কাজ করে টাকা আয় করতে পারেন। 


ডাটা এন্ট্রি কাজের প্রকারভেদ। 


বর্তমানে অনেক ধরনের টাকা এন্ট্রি কাজ রয়েছে। মনে করেন আপনার একটি বিজনেস আছে, আপনার বিজনেস এর জন্য বা আপনার প্রডাক্ট এর বিজ্ঞাপন এর জন্য অনেক লেখালেখি করতে হয় আপনি চাইলে এটা কাউকে দিয়ে করিয়ে নিতে পারেন যারা ডাটা এন্ট্রি কাজ করে। ঠিক এমন ভাবেই অনেকে কাজ দিবে আপনাকে সেই কাজটি করে দিতে হবে৷ এছাড়াও ফ্রিল্যাসিং সাইট গুলোতে যেসব কাজ গুলো উল্লেখযোগ্য বা যে কাজ গুলে অনেক বেশি পাওয়া যায়,যেমন ধরুন কোন সাইটে ফাইল আপলোড করা। অথবা কোন সাইটে ছবি আপলোড করা৷ 

বিভিন্ন ফাইল কনভার্ট করে লেখা যেমন আপনাকে একটি পিডিএফ ফাইল দিবে সেটা দেখে দেখে ওয়ার্ড ফাইল এক্সেল ফাইলে এন্ট্রি করা। আপনাকে কোন সাইট থেকে তথ্য সংগ্রহ করে অন্য সাইটে সেটা কপি-পেস্ট করা৷ বিভিন্ন ওয়েবসাইট এর লিংক শেয়ার করা মানে আদান প্রদান করা৷ ফাইল কনভার্ট এর কাজ করা যেমন পিডিএফ থেকে এক্সেল, পিডিএফ থেকে ওয়ার্ড ইত্যাদি ফাইলে কনভার্ট করা৷ বিভিন্ন কোম্পানির ব্যবসার ডাটা গুগল শিটে এন্ট্রি করা৷ এছাড়াও আরে অনেক ক্যাটাগরির ডাটা এন্ট্রি কাজ রয়েছে যেগুলে আরো অনেক সহজ কাজ৷ আমরা অভিজ্ঞতা বা বিভিন্ন ফ্রিল্যাসিং ওয়েবসাইট থেকে নেওয়া কিছু কাজের ব্যাপারে বলবো যেগুলোর চাহিদা মার্কেটে অনেক রয়েছে। আপনি চাইলে এই ডাটা এন্ট্রি কাজ গুলো করে ইনকাম করতে পারেন। 


টাইপিং জব করে ইনকাম। 


ডাটা এন্ট্রি কাজের মধ্যে অন্যতম একটি কাজ হলো টাইপিং করা। আপনাকে কিছু হাতে লেখা অধবা কোন লেখার পিডিএফ ফাইল দেওয়া হবে সেটা থেকে আপনাকে দেখে দেখে টাইপ করে কোন ওয়ার্ড ফাইল বা কোন এক্সেল ফাইলে লিখতে হবে। কড়া নজর রাখতে হবে যাতে করে টাইপিং এ কোন ভুল না হয়৷ আপনি প্রায় প্রতি ঘন্টা টাইপিং কাজের জন্য ৫-১০ ডলার পেতে পারেন। যেটা টাকায় ৪৫০-১০০০ টাকা পর্যন্ত। অথবা আপনার যদি টাইপিং স্পিড অনেক ভালো হয় তাহলে আপনি প্রতি ১০ পেজ লেখার জন্য ১০-২৫ ডলার পেতে পারেন। যেটা বাংলা টাকায় ১০০-২৪৫০ টাকার মতো৷ তাই আমি বলবো আপনি চাইলে ডাটা এন্ট্রি কাজের মধ্যে টাইপিং কাজটি করে ভালো টাকা ইনকাম করতে পারেন৷


লোকাল বিজনেস এর তথ্য প্রদান। 


লোকাল বিজনেস এর কাজের জন্য বায়ার আপনার থেকে যে কোন জায়গা বা যেকোন দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নাম, কন্টাক্ট নাম্বার, ইমেইল এড্রেস চাইবে৷ সেটা আপনাকে কালেক্ট করে দিতে হবে। কী চিন্তায় পড়ে গেছেন চিন্তার কোন কারন নেই এখন যুগহলো ডিজিটাল। ধরুন কোন বায়ার আপনাকে বললো কানাডার ১০০০ বিজনেস এর ডাটা লাগবে যেমন কন্টাক্ট নাম্বার, নাম, ইমেইল ইত্যাদি তাহলে আপনি কী করবেন? তেমন কিছুই না আপনাকে শুধু গুগল করতে হবে আপনি গুগল করলেই এখন সব ডিটেইলস পেয়ে যবেন খুব সহজে আর আপনি সেখান থেকে ডাটা কালেক্ট করে সেটা আপনার বায়ার কে কোন এক্সেল ফাইল বা গুগল শিট এ করে জমা দিয়ে দিতে পারেন। মূলত বিভিন্ন মার্কেটে লোকাল বিজনেস এর তথ্য প্রদান করার জন্য ৪০-৮০ ডলার ব্যায় করে থাকে বায়ার রা৷ মানে আপনি এমন কাজ করে দিতে পারলে আপনাকে ৪০-৮০ ডলার দেওয়া হবে অবশ্যই এর জন্য বা কাজের জন্য আপনাকে সময় দেওয়া হবে ৫-১৫ দিন। আপনি কত দিনে কাজটি করে দিতে পারেন সেটা আপনার বিষয়। আপনি যদি ভালো ভাবে বায়ার কে কাজটি বুজিয়ে দিতে পারেন সেখান থেকে আপনার কিন্তু টিপস পাওয়ার সম্ভাবনা থাকে। 


বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাটা সংগ্রহ। 


এই কাজটির জন্য বায়ার আপনাকে নিদিষ্ট একটি ওয়েবসাইট দিয়ে দিবে যেই ওয়েবসাইট থেকে বিভিন্ন ডাটা সংগ্রহ করে আপনার বায়ার এর সাইটে প্রদান করবেন। এই কাজটি এতটা কঠিন নয় একবারে সহজ কাজ। আপনি শুধু কপি-পেস্ট করবেন৷ এমন অনেক সাইটে কাজের প্রজেক্ট দেওয়া হয়। এসব কাজের প্রজেক্ট এর জন্য বায়ার এর বাজেট থাকে ১০০-১৫০ ডলার। এবং এসব প্রজেক্ট এর সময় দেওয়া হয় সাধারণ ১৫-৩০ দিন। 


ডকুমেন্ট কনভার্ট। 


বায়র আপনাকে একটি ডকুমেন্টস দিবে যে কোন ফর্মেট এর সেটা আপনাকে আপনার বায়ার এর চাহিদা মতে যে কোন ফর্মেটে কনভার্ট করে দিতে হবে৷ মনে করুন আপনাকে কিছু পিডিএফ ফাইল দিবে সেটা আপনি ওয়ার্ড / এক্সেল বা অন্য যে কোন ফাইলে কনভার্ট করে দিতে হবে একবারে সহজ কাজ৷ প্রতি ১০ টি ফাইল কনভার্ট এর জন্য বায়ার আপনাকে ৫-১৫ ডলার পর্যন্ত দিতে৷ এই কাজটি করতে আপনার সর্বচ্চো সময় লাগতে পারে ৩০ মিনিট। 


ভিডিও ট্রান্সক্রিপশন বা অডিও ট্রান্সক্রিপশন। 


এই কাজের জন্য বায়ার আপনাকে অডিও ফাইল বা ভিডিও ফাইল দিবে সেই ফাইল আপনাকে দেখে/ শুনে টাইপিং করে লিখতে হবে৷ লেখাটা হতে পারবে যেকোন ফর্মেটে৷ আপনি এই ট্রান্সক্রিপশন এর কাজটি খুব সহজেই করতে পারেন। প্রতিটি ফাইল ট্রান্সক্রিপশন এর জন্য বায়র আপনাকে ১৫-২৫ ডলার পর্যন্ত দিতে পারে৷ 


কপি-পেস্ট এর কাজ ৷ 


ডাটা এন্ট্রি কাজের মধ্যে সবচেয়ে সহজ কাজ হলো কপি-পেস্ট টাইপিং কাজ। যে কেউ কপি পেস্ট টাইপিং কাজটি করতে পারে। বায়ার আপনাকে কিছু কাজ দিবে যেগুলো আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় শুধু কপি-পেস্ট করবেন। মানে একজায়গার কাজ অন্য জায়গায় হস্তান্তর করে দিবেন। এই কপি-পেস্ট টাইপিং কাজের জন্য বায়র আপনাকে প্রতি ঘন্টায় ৫-১০ ডলার দিবে তবে টাইপিং স্পিড অনেক বেশি হতে হবে৷ আপনার টাইপিং স্পিড যত বেশি হবে আপনি কপি-পেস্ট টাইপিং কাজ করে তত বেশি ইনকাম করতে পারবেন। 


ডাটা এন্ট্রি কাজ কোথায় পাবো ? 


বর্তমানে অনেক ফ্রিল্যাসিং সাইট রয়েছে যেসব সাইটে অনেজ রকমের কাজ রয়েছে, ঠিক তার সাথে সাথে এই ফ্রিল্যাসিং সাইট গুলোতে আপনি ডাটা এন্ট্রি কাজ গুলো পেয়ে যাবেন। তাই আপনি কাজ করতে চাইলে নিচের দেওয়া সাইট গুলোতে একাউন্ট করে নিন। আর আপনি যদি এখনই একাউন্ট করেন এখনই ইনকাম করতে পারবেনা কারন এই সইট গুলের অনেক রুলস রেগুলেশনের রয়েছে যেগুলো আপনাকে মানতে হবে৷ আর এই সাইট গুলে ইন্টারন্যাশনাল সাইট তাই এসব সাইটে কাজ পেতে একটু ধৈর্য থাকতে হবে৷ আর আপনি যদি ধৈর্য এবং ভালো কাজ পারেন তাহলে আপনি খুব সহজেই এই সাইট গুলো থেকে ডাটা এন্ট্রি কাজ করে ইনকাম করতে পারবেন। 


সাইটগুলোঃ

Freelancer.com

Fiver.com

Upwork.com

Guru.com

Peopleperhour.com


এই সাইট গুলো ইন্টান্যাশনাল সাইট তাই এই সাইট গুলোতে কাজ পেতে একটু পরিশ্রম করতে হবে তার সাথে থাকতে হবে কাজ করার ইচ্ছে, ধৈর্য তাহলেই আপনি এই সাইট গুলোতে সফলতা অর্জন করতে পারবেন৷

শেষ কথাঃ 

অনলাইন থেকে ইনকাম করতে চাইলে আমাদের সাথে থাকতে পারেন। 

আমাদের ইউটুব চ্যানেল এখানে ক্লিক করুন। 

আমাদের ফেসবুক পেইজ এখানে ক্লিক করুন।

Post a Comment

0 Comments