২০২২ সেরা ৫ টি ফ্রিল্যাসিং সাইট।

 ২০২২ সেরা ৫ টি ফ্রিল্যাসিং সাইট।

ফ্রিল্যাসিং এই কথাটার সাথে আমরা প্রায় সবাই পরিচিত। 

ফ্রিল্যাসিং হলো একটি মুক্ত পেশা। 

যেখানে থাকবে না আপনার কোন বস। 

আপনি নিজেই নিজের বস হবেন।

তবে যে কোন কাজে আপনাকে হতে হবে দক্ষ। 

আর তার সাথে থাকতে হবে প্রচুর ইচ্ছে, ধৈর্য, যার ফলে আপনি হবেন একজন ফ্রিল্যাসার। 



ফ্রিল্যাসিং কী?  কীভাবে করবেন? 

ফ্রিল্যাসিং গাইডলাই পেতে এখানে ক্লিক করুন। 

জেনে নেই সেরা ৫ টি ফ্রিল্যাসিং সাইট যেখান থেকে ফ্রিল্যান্সারা ইনকাম করছে হাজার হাজার টাকা। 

১/ Freelancer.com 

জনপ্রিয় একটি সাইট। এই সাইটে অনেক ধরনের কাজ পাওয়া যায়, যেমন,  গ্রাফিক্স ডিজাইন, লগো ডিজাইন, ওয়েব ডেভেলপার, ওয়েব সাইট ডিজাইনার,  ডাটা এন্ট্রি সহ অনেক ধরনের কাজ আছে।  যেটা আপনারা বিড করে পেতে পারেন। তবে তার জন্য আপনার এসব এর মধ্যে যে কোন একটা বিষয়ে ভালো গাইড লাইন থাকতে হবে। 

২/ Upwork.com

আপওয়ার্ক ডটকম থেকেও আপনারা অনেক কাজ করতে পারবেন। এখনে কাজ পোস্ট করা থাকবে, আপনি যে কাজটি করতে পারেন বা আপনার স্কিল ভালো সে কাজেন জন্য আপনি কত টাকা নিবেন এবং কত দিনে কাজটি করতে পারবেন তার একটি বিট করতে হয়। 

বায়ার যখন আপনার প্রোফাইল দেখবে বা আপনার কাজের স্কিল বা রেট দেখবে তখন ভালো মনে হলে সে আপনাকে হায়ার  করবে। 

৩/ Fiver.com

ফাইবার এখন অনেক জনপ্রিয় একটি Freelancing সাইট হয়ে উঠেছে৷ 

নতুন সব Freelancer রা ঝুকে পড়ছে  Fiver.com এর উপর। 

Fiver.com. কিন্তু Upwork.com এর চাইতে উল্টো। কারন Fiver.com এ আপনাকে কাজ পোস্ট করতে হবে৷ 

মানে আপনি যে বিষয়ের উপর কাজ জানেন সে বিষয় এর উপর গিগ তৈরি করতে হবে। যেটা বায়ার পছন্দ করলে আপনাকে কাজ দিবে নয়তে দিবে না। 

তাই প্রফেশনালি কাজ শিখতে হবে৷ 

৪/ Guro.com 

গুরু ডটকম ও অমেক জনপ্রিয় একটি সাইট। এখানে প্রায় ৮০০০০০ ফ্রিল্যার কাজ করছে। অনেক আগে থেকে এই সাইটটি আছে। 

৫/99 Design 

আপনি যদি গ্রাফিক্স ডিজাইন বা লগো ডিজাইন জানেন তাহলে এই সাইটি আপনার জন্য। 

আপনি এখানে যে কোন ডিজাইন সেল করতে পারেন এবং একান থেকে ভালো একটা ইনকাম করতে পারেন৷ 

চাইলেই আমাদের ইউটুব চ্যানেল এবং ফেসবুক পেইজ এর সাথে থাকতে পারেন।

Post a Comment

1 Comments