বিটকয়েন কী? জেনে নেই বিটকয়েন সম্পর্কে।

 বিটকয়েন কী?  জেনে নেই বিটকয়েন সম্পর্কে।

বর্তমান সময়ে বিটকয়ন অনেক জনপ্রিয় এবং পরিচিত হয়ে উঠেছে। 
বিটকয়েন নাম শুনলেই যেন মনে হয় টাক আর টাকা৷ 
তাই অনেকে এই বিটকয়েন সম্পর্কে জানতে চেয়েছেন বা জানতে চান। 
তাই আজকে আমারা জানবো বিটকয়েন কী?  আর এই বিটকয়েন কীভাবে কাজ করে সবকিছু৷ 
Internet এর যুগে সবাই অনেক কিছু সম্পর্কে জানতে পেরেছেন বা জানেন। 
Internet এর ফলে মানব জীবন হয়েছে উন্নত, তার সাথে Digital Technology এর ও হয়েছে উন্নতি। 
আমার এখন সবকিছুর জন্য অনলাইনে ঝুকে আছি প্রায় আমাদের জীবনযাপনের ৭০% কাজই ধরতে গেলে অনলাইনে৷ 
এই অনলাইন থেকে ইনকাম ও করছে মানুষ হাজার হাজার টাকা৷। 
ইনকার এর কথায় মনে পড়লো। 
আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আমাদের ইউটুব চ্যানেল এবং ফেসবুক পেইজ ফো করতে পারেন। 
ইউটুব চ্যানেল পেতে এখানে ক্লিক করুন। 
ফেসবুক পেইজ পেতে এখানে ক্লিক করুন। 
বর্তমানে না অনেক আগে থেকে ২০১৩ সাল থেকেই বিটকয়েন ইনকাম করা যায়। 
আপনার হয়তো অনেকে শুনেছেন আবার অনেকে শুনতে চান। 

 


তাহলে চলুন এই আর্টিকেলে আমরা বিটকয়েন সম্পর্কে জেনে নেই। 
বিটকয়েন কী? 
Bitcoin হলো Virtual Currency যেটা আমরা কেবল মাত্র Digitally ব্যাবহার করতে পারি। 
আমরা যেমন টাকা, ডলার ইত্যাদি Currency দেখি বা হাতে ধরতে পারি, কিন্তু Bitcoin আমরা কখনো দেখতেও পাই না হাতেও ধরতে পারি না৷ 
এটা কেমল মাত্র অনলাই ওয়ালেটে দেখতে পাবেন। আর এই বিটকয়েন অনলাইনে কেনা বেচা করা যায় এবং এটি কেবল মাত্র অনলাইন ওয়ালেটে জমা করে রাখা যায়। 
এই বিটকয়েন শুধু মাত্র সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়। 
আবার আরেকটি বিষয় ডলার যেমন বিভিন্ন দেশে আলাদা আলাদা মান দেখায় বিটকয়েন ও তেমনি দেশভেদে আলাদা আলাদা মান দেখায়৷ 
তাহলে বলবেন এক বিটকয়েনে কত টাকা?
১ বিট কয়েন সমান কত টাকা সেটা আপনারা গুগোল করলে জানতে পারবেন৷ 
আমি বলতেছি না কারন প্রতিদিনই বিটকয়ের দাম কমে এবং বাড়ে যার ফলে সঠিক ভাবে বলা যাচ্ছে না৷। 
তাহলে সোজা ভাষায় বিটকয়েন কাকে বলে? 
 বিটকয়েন হলে Decentralized Virtual Currency. 
এর মানে হলো এটা এমন এক মুদ্রা যেটাকে নিয়ন্ত্রণ করার জন্য নেই কোন Bank, Authorities বা Government নেই। 
এটি কেবল মাত্র Digital Currency বা Electric Mone ও বলা যেতে পারে Bitcoin কে। 
সোজা ভাষায় বলা যায় বিটকয়েন এর কোন মালিক নেই। 
আমরা যেমন জানি ইন্টারনেট এর যেমন কোন মালিক নেই তারপরও আমরা এলি ব্যবহার করে লাভ নিচ্ছি বা করছি, তেমন ভাবে আমরা বিটকয়েন নিয়ে কাজ করে ইনকাম করে নিবো। 
তাহলে আমরা এই বিটকয়েন Digitally ব্যবহার করতে পারবো৷ 
আশা করি কিছুটা হলেও বুজতে পারলেন। 
পরবর্তী আর্টিকেলে বিটকয়েন নিয়ে আরো কিছু কথা বলবো৷ 
যেমনঃ। 
বিটকয়েন কে আবিষ্কার করেন? 
বিটকয়েন কী ভাবে কাজ করে থাকে? 
একটা ভেরিফাই বিটকয়েন একাউন্ট খোলা? 
বিটকয়েন কী ভাবে আয় করবে। 

সাথে থাকবেন।

Post a Comment

0 Comments