গুগল এডসেন্স কী? গুগল এডসেন্স কীভাবে কাজ করে? সমস্যা সমাধান।

 গুগল এডসেন্স কী?  গুগল এডসেন্স কীভাবে কাজ করে?  সমস্যা সমাধান।

আজকের আর্টকেলে আপনাদের চাওয়া একটি জিনিস নিয়ে আলোচনা করবে, বা আপনাদের সহজ ভাবে বুঝানোর চেষ্টা করবো। 


গুগল এডসেন্স কী? 

আপনারা সবাই জানেন গুগল এডসেন্স কী।  আর যদি না জাননে তাহলে, গুগল এডসেন্স হলো চার্জ ইঞ্জিন জায়ান্ট, যেটাকে গুগল এর একটি বিশেষ সার্ভিস ও বলা যেতে পারে। গুগল এডসেন্স এর মাধ্যমে ব্লগারদের ব্লগ সাইটে বিজ্ঞাপন দেওয়া হয় এবং এই বিজ্ঞাপন থেকে ব্লগাররা ইনকাম করে থাকে। ব্লগ সাইট থেকে ইনকাম করার এটাই বহুল পরিচিত এক পথ।
ব্লগারদের ইনকামের মূল উৎস বলতে গেলে গুগল এডসেন্স। 

গুগল এডসেন্স আমাদের কেনো টাকা দিবে? 

আপনার দ্বারা যদি কেউ ইনকাম করে তাহলে সেই ইনকাম থেকে আপনাকে কিছু টাকা দিতে সমস্যা কোথায়। 

গুগল এর আরেকটি সার্ভিস আছে যার নাম গুগল এডওয়ার্ড।  গুগল এডওয়ার্ড এ বিভিন্ন কোম্পানি তাদের কোম্পানির বিজ্ঞাপন বা তাদের পণ্যের বিজ্ঞাপন যে কোন বিজ্ঞাপন দিতে পারে গুগল এডওয়ার্ড এর মাধ্যমে। এসব বিজ্ঞাপন গুলো দেওয়ার জন্য গুগল এডওয়ার্ড কোম্পানি গুলোর সাথে চুক্তিবদ্ধ হয়। 
আর যখন তারা কোম্পানি গুলোর বিজ্ঞাপন নেয় সেটা গুগল এডসেন্স এর মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট বা ব্লগ সাইট দিয়ে দেয়। মানে আপনাদের বা আমাদের যেই ওয়েবসাইট / ব্লগ সাইট আছে সেকানে বিজ্ঞাপন গুলো দেখানো হয়। 
যখন গুগল এডওয়ার্ড কোম্পানি গুলোর সাথে চুক্তি বদ্ধ হয়ে যে টাকা নিয়েছে তার ৬৬% আপনাদের সাথে শেয়ার করবে মানে যাদের ওয়েবসাইট বা ব্লগ এ বিজ্ঞাপন দেওয়া হয়। বাকি ৩৪% টাকা গুগল এডসেন্স তারে কাছে রেখে দিবে যেটা তাদের বিজ্ঞাপন খরচ হিসাবে দেখানো হয়। 

গুগল এডসেন্স থেকে মাসে কত টাকা ইনকাম করা যায়?

গুগল এডসেন্স থেকে আপনি মাসে কত টাকা ইনকাম করবেন সেটা আপনি নিজেও বলতে পারবেন না। 
বা কোন ব্লগার ও সঠিক ভাবে বলতে পারবে না। কারন আপনি গুগল এর কোন চাকুরী করেন না যে আপনি মাস শেষে গুগল থেকে বেতন পাবেন। 
তারপরেও ইনকাম টা যেভাবে হবে, আপনার ব্লগ সাইটে শুধু ভিজিটর আসলেই আপনি টাকা ইনকাম করতে পারবেন না, আপনার ব্লগ সাইটে যখন কোন ভিজিটর গুগল এডওয়ার্ড এর কোন এড এ ক্লিক করে বিজ্ঞাপন কোম্পানির সাইট বা পণ্য ভিজিট করবে কেবল মাত্র তখনই আপনি পেমেন্ট পারবেন। 
এর থেকে কী কিছু বুজতে পারলেন?  

মোটকথা আপনার ট্রাফিক বা ভিজিটর যদি গুগল এডওয়ার্ড এর এড এ ক্লিক করে তার বিনিময়ে কেবল মাত্র আপনি টাকা পাবেন। তো কত টাকা ইনকাম করবেন মাসে সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ট্রাফিক এর উপর৷ 
আশা করি কত টাকা ইনকাম করবেন মাস শেষে বুজাতে পারলাম। 

ব্লগে এড বসালেই কী ইনকাম আসবে?  

উপরে এই বিষয়টা ক্লিয়ার করে বলা হয়েতে, তারপরে আরেকটু বিষয় থেকেই যায় সেটা হলো আপনার ব্লগ এর কন্টেন্ট। 
আপনার ব্লগের কন্টেন্ট যদি ভালোমানের হয় আর সেখানে যদি ট্রাফিক বা ভিজিটর আসে তাহলে গুগল এড এ ক্লিক পড়ার সম্ভাবনা ৮০% হয়ে থাকে। 
তাই চেস্টা করবেন ইউনিয়ন কিছু টপিক নিয়ে কাজ করার জন্য। যদি ইউনিক কোন টপিক আপনার ব্লগ এ না থাকে তাহলে ভিজিটর কেনো আসবে। তাই ইউনিয়ন কিছু করলে অনেক টাকা ব্লগ সাইট থেকে ইনকাম করা সম্ভব। 

ব্লগ সাইটে গুগল এডসেন্স এর জন্য কখন আবেদন করবো?  

আপনি নিজেই বুজতে পারবেন কখন আপনার সাইটে গুগল এডসেন্স এর জন্য আবেদন করা দরকার। 
যদি আপনার ব্লগ সাইটে অনেক বেশি পরিমানে ভিজিটর আসে বা ট্রাফিক আসে তখন আপনি এপ্লাই করতে পারেন। 
আবার দেখবেন আপনার ব্লগ সাইটে যেনো ইউনিয়ন পোস্ট থাকে তার সাথে সাথে ১০-২০ টা আর্টিকেল হলে আপনি আবেদন করতে পারবেন। 

 একটি নিন্জা টেকনিক। 
 
আপনার ব্লগ সাইটে ভালো ভিজিটর থাকলে বা ১০-২০ টা পোস্ট থাকলে আপনি আবেদন করে ফেলুন, এতে করে যদি আপনার ব্লগ সাইটে কোন সমস্যা না থাকে আপনি গুগল এডসেন্স এর এড বা এপ্রুভ পেয়ে যাবেন। আর নয়তো আপনার ব্লগ সাইটে কী সমস্যা আছে সেটা গুগল এডসেন্স আপনাকে বলে দিবে যার ফলে পরবর্তীতে আপনি আপনার ভুল ঠিক করে আবার এডসেন্স এর জন্য আবেদন করতে পারবেন এবং গুগল এডসেন্স এর এপ্রুভ পেয়ে যাবেন। 

গুগল এডসেন্স পাওয়ার জন্য প্রধান কয়েকটি শর্ত। 

আপনার ব্লগ টর টপিক গুলো ইউনিয়ন হতে হবে,  কোন কপি পেস্ট করলে হবে না। 
আপনার ব্লগ সাইটে ১০-১৫ টা আর্টিকেল থাকতে হবে। 
স্প্যাম বা কোন হ্যাকিং লিংক শেয়ার করা যাবে না। 
এডাল্ট কোন বিষয় নিয়ে আর্টিকেল লিখা যাবে না। 
কোন জাতি, ধর্ম কে নিয়ে কটুক্তি করা যাবে না। 
ফেসবুকে লাইক নেওয়ার কোন টপআপ মেনু রাখা যাবে না। 
মূলত এই কয়েকটি বিষয় মাথায় রেখে কাজ করলে আপনি খুব সহজেই ব্লগ সাইটে গুগল এডসেন্স এর এপ্রুভ পেয়ে যাবেন বা আপনার ইনকাম শুরু হবে। 

ব্লগ এর ইনকাম কীভাবে হাতে পাবো? 
যত ভাবেই ব্লগ এর টাকা উঠানো যাক নাকেনো  আমারা বাংলাদেশ থেকে শুধু মাত্র ব্যাংক এর মাধ্যমে টাকা উঠাবো। 
আপনার এডসেন্স একাউন্ট এ যখন ১০০ ডলার হবে বা তার বেশি হবে তখন আপনি গুগল এডসেন্স থেকে মাসের ২২- ২৫ তারিখে পেমেন্ট নিতে পারবেন আপনার ব্যাংক একাউন্টে।

Post a Comment

0 Comments