মোবাইল দিয়ে ছবি তুলে আয় করুন।

 মোবাইল দিয়ে ছবি তুলে আয় করুন।

আমাদের সবার হাতে প্রায় মোবাইল / স্মার্টফোন আছে, এই মোবাইল দিয়ে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। 

আমার যদি একটি স্মার্টফোন থাকে আর তার ক্যামেরা রেজুলেশন যদি হাই লেবেল হয় তাহলে আপনি বিভিন্ন ছবি তুলে আয় করতে পারবেন, তার জন্য আপনার অবশ্যই ভালো ছবি তোলার অভিজ্ঞতা থাকতে হবে। 

আপনি চাইলে ক্যামেরা দিয়েও ছবি তুলে আয় করতে পারবেন। 



কী ভাবে ছবি তুলে আয় করবেন? 


অনলাইনে অনেক কোম্পানি এবং ওয়েবসাইট মেনেজমেন্ট রা যারা তাদের কোম্পানি বা ওয়েবসাইট এর বিভিন্ন বিজ্ঞাপন, পোস্টা, বা শর্ট ভিডিও এর জন্য ছবি প্রয়োজন হয়৷ তাই তারা অনলাইন থেকে ছবি কিনে তাদের বিজ্ঞাপন এর জন্য ব্যাবহার করে। 


কেনো কোম্পানি গুলো ছবি কিনে?  


মূলত বড় বড় কোম্পানি বা ওয়েবসাইট মাস্টারা তাদের সময় না হয়ে ওঠার কারনে তারা ফটোশুট না করে অনলাইন থেকে ছবি কিনে নেয়৷ 

ছবি কিনার কারন হলো তাদের ফটোশুটের জন্য যে সময় তা বাঁচে,  তারা তাদের ইচ্ছে মতো ছবি নিতে পারে। ছবি কিনলে তারা ছবির রেজুলেশন অনেক ভালো পায়। আর সবচেয়ে বড় বিষয় হলো   দামে কম দিয়ে ভালোমানের ছবি পায়। 


বিঃদ্রঃ তারা যেই ছবি কিনে তারা সেই ছবি সম্পূর্ণ নিজের নামে করে নিতে পারে। 

মানে এই ছবি তারা কপিরাইট ফ্রি হিসাবে ব্যাবহার করে,  কেউ এই ছবিতে কখনো কপিরাইট দিতে পারবে না। এই কারনেই বড় কোম্পানি বা ওয়েবসাইট মেনেজমেন্ট যাবা করে তারা সময় বাঁচানো, কোয়ালিটি ফুল ছবি, কপিরাইট ফ্রি এর জন্য অনলাইন থেকে ছবি কিনে নেয়। 


কী ধরনের ছবি বিক্রি কয়া যাবে? 


আগের টপিক এ বলে ছিলাম সাধারণ যেসব ছবি কোন পোস্টার, বিজ্ঞাপন বা ওয়েবসাইট এ ব্যবহার করা যাবে তেমন ছবি তুললে আপনি লাভবান হতে পারবেন। 

এছাড়া ও আপনি যদি (Photo stock) ওয়েবসাইট গুলো ভিজিট করেন সেখান থেকে আরো ভালো ধারনা পেয়ে যাবেন। 

কারন এসব সাইটে বিভিন্ন রুলস রেগুলেশ থাকে সেগুলো ফলো করলেই বুজতে পারবেন কোন ধরনের ছবি আপনি বিক্রি করতে পারবেন, তাছাড়াও আমি অলরেডি বলে দিয়েছি আপনারা কেমন ছবি তুলবেন। 

আপনি চাইলে বিভিন্ন মডেল (Artist) দিয়ে বিভিন্ন বিজ্ঞাপন এর ছবি তুলতে পারবেন, তার জন্য ও রয়েছে একেক সাইটে ভিন্ন ভিন্ন রুলস রেগুলেশ। এই রুলস রেগুলেশন গুলো আপনি ফলো করলেই এখানে সফলতা অর্জন করতে পারবে। 


ফটোস্টক মার্কেট এনালাইসিস।


আপনাকে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করতে হবে যে সব ওয়েবসাইট এ আপনি ছবি বিক্রি করবেন। 

আপনার ছবি বিক্রি বাড়াতে সেসব ওয়েবসাইট এর সবচেয়ে বেশি বিক্রি হওয়া ছবি গুলো এনালাইসিস করতে পারেন, কী কারনে এই ছবি গুলো বেশি হয়, এসব বিষয়ে আপনি যদি কিছু দিন সময় দিয়ে এনালাইসিস করেন তাহলে আপনিও একদিন অনেক ভালো ছবি তুলতে পারবেন এবং ছবি মার্কেটপ্লেস এ বিক্রি করতে পারবেন। 


শেষ কথা। 


আপনি যখন কোন মার্কেটপ্লেস এ ছবি আপলোড করবে তখন সেই ছবির সাথে ভালো ক্যাপশন লিখতে চেষ্টা করবেন। 

আপনার ছবিতে আপনি যতো ভালো ক্যাপশন লিখতে পারবেন ততবেশি সেল হওয়ার সম্ভাবনা থাকবে। 

কোনো ওয়েবসাইট এ ছবি আপলোড করার পর সেই ছবি রিভিউ হতে প্রায় ৭ দিনের মতো সময় লাগতে পারে। তাই এ বিষয়ে টেনশন করার মতো কিছু নেই, ছবিটা আপনার কী না, বা ছবির সবকিছু ঠিক আছে কিনা এসব চেক করতে একটু বেশিই সময় লাগে। তাছাড়া (photo stock) মার্কেট গুলোতে প্রতিদিন অনেক ছবি আপলোড হওয়ার কারনে রিভিউ হতে একটু বেশি সময় লাগে। 

সবসময় মার্কেট এনালাইস করুন কোন ধরনের ছবি বেশি বিক্রি হচ্ছে, সে রকম ছবি আপনিও আপলোড করার চেষ্টা করুন, যাতে করে সেল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। 

নিজের একটা প্রোটফলিও তৈরি করে নিন৷ 

আপনার প্রোটফোলিও বিভিন্ন সাইটে শেয়ার করুন যাতে করে আপনার প্রোটফোলিও ভেরিফাই হয়ে যাবে এবং আপনি এই প্রোটফোলিও দেয়ি অনলাইনে ভালো ইনকাম আসার সম্ভাবনা থাকবে৷ 


বিঃদ্রঃ 

Photo stock ওয়েবসাইট গুলোতে অনেক সময় অনেক কনটেস্ট  হয়ে থাকে । 

আপনি চেস্টা করবেন কনটেস্ট গুলোতে অংশগ্রহণ করার জন্য। 

এই কনটেস্ট গুলাতে উইন হলে আপনি একটা বড় অংশ টাকা ইনকাম করতে পারবেন। 

আর সবচেয়ে বড় বিষয় হলো কনটেস্ট এ যখন উইন হবে এটার রিভিউ থেকে আপনার ছবি বিক্রি হবেই হবে। তাই এটা কেউ মিস করবেন না। 

প্রফেশনাল ফটোগ্রাফি করুন আয় করুন।

শেষ কথাঃ 

অনলাইন থেকে ইনকাম করতে চাইলে আমাদের সাথে থাকতে পারেন। 

আমাদের ইউটুব চ্যানেল এখানে ক্লিক করুন। 

আমাদের ফেসবুক পেইজ এখানে ক্লিক করুন।

Post a Comment

0 Comments