ই-বুক লিখে আয় করুন। কীভাবে শুরু করবে।

 ই-বুক লিখে আয় করুন। কীভাবে শুরু করবে।

অনলাইনে ইবুক থেকে আয় রোজগার করা এটা একটি জনপ্রিয় মাধ্যম। আপনি যদি লেখালেখি করতে পছন্দ করেন তাহলে আপনিও ই-বুক লিখে আয় করতে পারবেন হাজার হাজার টাকা। 

ই-বুক থেকে আয় একটি চলমান প্রক্রিয়া।

কারন আপনার বই যতদিন পর্যন্ত বিক্রি হবে ততদিন পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। আপনি যদি এই ই-বুক লেখাতে সফল হতে পারেন তাহলে আপনি এখান থেকে সারাজীবন ইনকাম পেতে থাকবেন। 



বর্তমান তথ্য প্রযুক্তির যুগে অনলাইন থেকে অনেকে অনেক ভাবে ইনকাম করে আসছে। ইনকামের ও রয়েছে অনেক সাইট। Freelancer, Fiver, Upwork, odex,99 Design, micro worker, প্রতিনিয়ত তৈরী হচ্ছে ফ্রিল্যাসিং সাইট। 

আর যুগের সাথে তাল মিলিয়ে সবাই ইনকাম করে নিচ্ছে এই সাইট গুলো থেকে তাহলে আপনি কেনো পিছিয়ে থাকবেন। 


এখন সবাই চায় ঘরে বসে বসে ইনকাম করতে,  এটা কী আসলেই সম্ভব?  আমি বলবো সম্ভব মানে ইনকাম তো সবাই করছে। হাতে গোনা কয়েক জন না। অনলাইন থেকে ঘরে বসে বসে ইনকাম করছে লাখ লাখ ছেলে ও মেয়েরা। 

তবে এখনকার তরুনরা বেশি ঝুঁকে আছে এই অনলাইন ইনকাম বা ঘরে বসে আয় করাতে। 

তারা সফল ও হচ্ছে  ইনকামও করছে প্রচুর পরিমান অর্থ।

এই আর্টিকেলে আমরা জানবো কী সম্পূর্ণ ফ্রী তে কী ভাবে আয় করবো সেটা জানবো৷ 

আজকে আমরা অনলাই ইনকামের যে সাইটি নিয়ে কথা বলবো সেটা হলো ই-বুক লিখা। 

ই-বুক লিকে আপনি কীভাবে অনলাইন থেকে আয় করবেন সে সম্পর্কে জানবো৷ 

যদি আপনি লেখালেখি করতে পছন্দ করেন তাহলে আর্টিকেলটি সম্পুর্ণ করুন৷ 

তাহলে আপনি সম্পূর্ণ বিনা পুজিতে আর্টিকেল লিখে অনলাইলে তা সেল / বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। 


কেনো আপনি ই-বুক লিখবেন? 

ই-বুক লেখা একেবারে সহজ এটা অনেকেই বলে, কিন্তু আমি বলবো এতটাও সহজ না। তবে আপনার যদি কোন বিষয়ে ভালো অভিজ্ঞতা থাকে বা আপনার যদি লেখালেখি করার সখ থাকে তাহলে আপনার জন্য এটা সহজ হবে৷ 

ই-বুক যেটাকে আমারা Digital বই ও বলতে পারি, এই ই-বুক লিখে আপনি তা অনলাইনে বিক্রি করতে পারবেন।

একটা ই-বুক বা Digital বই আপনি চাইলে সারাজীবন বিক্রি করে ইনকাম নিতে পারেন। 


কী ভাবে ই-বুক লেখা শুরু করবেন? 

ই-বুক লেখার প্রথমেই আপনাকে একটা বিষয় নির্বাচন করতে হবে। 

শুধু লেখা লেখি করলেই হবে না আপনাকে একটি সঠিক বিষয়ের উপর পূর্ব অভিজ্ঞতা নিতে হবে। 

ই-বুক লেখার সময় দেখতে হবে যাবে আপনি ই-বুক  এ ইউনিয়ন টপিক বা সঠিক তথ্য তুলে ধরতে পারেন। 

লেখার সময় আপনার লেকা যাতে ভুল না হয় সেদিকে প্রখর দৃষ্টি রাখতে হবে। 

ভাষার যাতে কোন গড়মিল না হয় সেদিকে নজর রাখতে হবে। লেখার পাশাপাশি যদি আপনি ছবি ব্যাবহার করতে পারেন তাহলে আপনার ই-বুক টি আরো অনেক বেশি ইউনিয়ন লাগবে, যেটা আপনাকে বেশি পরিমান অর্থ উর্পাজনে আপনাকে সাহায্য করবে। 

আপনি চাইলে যে কোন বিষয় নিয়ে ই-বুক লিখতে পারেন তবে বর্তমানের চাহিদা ও মার্কেট বিবেচনা করে ই-বুক লিখলে অনেক বেশি ইনকাম করা যাবে। 

তাই আপনাকে সময় উপযোগী ই-বুক লিখতে হবে। কয়েটি টপিক শেয়ার করছি। 

ওয়েবসাইট,ব্লগ, ফ্রিল্যাসিং,মাইক্রোজব, ডিজিটাল মার্কেটিং, ইমেইল মার্কেটিং, হেল্থ টিপস, টেকনোলজি, এফিলিয়েট মার্কেটিং ইত্যাদি এমন অনেক টপিক আছে, যে টপিক গুলার উপর আপনি ই-বুক লিখতে পারেন। 

এই বিষয় গুলোর উপর ই-বুক লিখলে বিক্রি অনেক সহজে এবং অনেক বেশি ইনকাম হওয়ার সম্ভাবনা আছে। 


ই-বুক কোথায় বিক্রি করবো? 

ই-বুক বিক্রি করার জন্য অনেক অনেক ওয়েবসাইট রয়েছে, যে সাইট গুলোতে আপনও সহজেই আপনার ই-বুক বিক্রি করতে পারবেন। 

এটা ছাড়াও আপনি আপনার নিজের একটা ওয়েবসাইট বানাতে পারেন যে সাইটে আপনি আপনার ই-বুক গুলো খুব সহজে বিক্রি করতে পারবেন। 


বিঃদ্রঃ 

ই-বুক লিখে আপনি যেমন ইনকাম করতে পারবেন,  নিজেকে সজল করতে পারবেন, তার পাশাপাশি আবার জ্ঞান বৃদ্ধি পাবে। যেটাকে আপনি কাজে লাগিয়ে আরো অনেক ইনকাম করতে পারবে।

চাইলেই আমাদের ইউটুব চ্যানেল এবং ফেসবুক পেইজ এর সাথে থাকতে পারেন।

Post a Comment

0 Comments