ইমেল মার্কেটিং কী ? ইমেইল মার্কেটিং শিখি সহজ ভাষায়।

 ইমেল মার্কেটিং কী ?  ইমেইল মার্কেটিং শিখি সহজ ভাষায়।

ইমেইল মার্কেটিং। 

বর্তমান সময়ে একবারে সহজ, সস্তা এবং দ্রুত উপায়ে আপনার পণ্যর বিজ্ঞাপন ক্রেতাদের কাছে উপায় হলো ইমেইল মার্কেটিং৷ 

আপনার কী ধরনের পণ্য সেটা কোন বিষয় না, এখানে সবচেয়ে মজার বিষয় হলো আপনি এক ক্লিক এ আপনার পণ্যর বিজ্ঞাপন পাঠাতে পারবেন হাজার হাজার লোকের / ক্রেতাদের কাছে। 



আপনি কেনো ইমেইল মার্কেটিং করবেন?

 আপনার যদি কোন পণ্য থাকে তাহলে আপনি অবশ্যই ইমেইল মার্কেটিং করবেন। 

বর্তমান সময়ে মানুষ অফিসে, বাসায়, আড্ডায়, ভ্রমনে যেখানে থাকুক না কেনো সবাই ইমেল ব্যাবহার করে এবং ঐ ই-মেইল তারা সবসময় চেক করে। 

যেটা আপনার জন্য একটা পজিটিভ দিক।

 

একটা জরিপ থেকে জানা যায় যে ইমেইল মার্কেটং অন্য মার্কেটিং এর চাইতে ভালো কেনো। 

চলুন জরিপ দেখে আসি।


১/ রির্টান অব ইনভেস্টমেন্ট ৪২.৫৮% ( প্রতি ১ ডলার ব্যয়)।

২/  ৭৫% মানুষ প্রমোশনাল অফার গুলো তাদের ইমেইলের মাধ্যমে পেতে পছন্দ করেন, আপর দিকে সোশ্যাল মিডিয়া থেকে প্রমোশন বা বিজ্ঞাপন পছন্দ করেন মাত্র ১৫ % মানুষ। 

৩/ টুইটার বা ফেসবুক মার্কেটিং নতুনদের জন্য ৫৫% বেনিফিট দেয়। 

৪/সোশ্যাল মিডিয়া থেকে মানুষ পণ্য কিনছে মাত্র ১.২৫% সেখানে ইমেইল মার্কেটিং থেকে মানুষ পণ্য কিনছে ৬.৬৫%।

 

তাহলে ইমেল মার্কেটিং কেনো করবে সেটা বুজা গেলো সহজ ভাষায় আর বলা যাবে না৷ 

এছাড়াও বড় বড় যেসব কোম্পানি গুলো রয়েছে তাদের প্রায়৭৫% প্রমোশন চলে ইমেইল মার্কেটিং করে। 

তাই আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হতে চান তাহলে সবার আগে ইমেইল মার্কেটিং শিখে নিন। ই-মেইল মার্কেটিং এর চাহিদা দিন বাড়ছে৷ 

আপনি একজন ই-মেইল মার্কেটার হিসাবে ক্যারিয়ার গড়তে পারেন।


ই-মেইল মার্কেটিং কীভাবে শুরু করবো? 

সর্বপ্রথম আপনার ই-মেইল মার্কেটিং করার জন্য ইমেল লিস্ট লাগবে। যেটা আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন বা আমার সাথেও কন্টাক্ট করতে পারেন। আর নয়তো আপনি কোন জিনিস এর সার্ভিস দিবেন এবং কারা এই সার্ভিস নিতে চায় আপনি নিজে তাদের ই-মেইল সংগ্রহ করতে পারেন৷ 


নিচের ধাপ গুলো পড়লে আপনি কিছুটা হলেও ই-মেইল মার্কেটিং শিখতে পারবেন। 


আপনার গোল ঠিক করুন।


প্রথমেই আপনার লক্ষ্য ঠিক করতে হবে। 

আপনি কী পণ্য বিক্রি করবেন, কীভাবে পণ্য বিক্রি করবেন। আপনার টার্গেটেড ক্রেতা ঠিক করতে হবে। নাকি আপনি শুধু আপনার ওয়েবসাইট এ ভিজিটর আনতে চান সেটা সম্পূর্ণ আপনার বিষয়। 


 কী ভাবে ইমেইল পাঠাবেন? 

আপনি কোন জায়গা থেকে আপনার ক্রেতাদের হাজার হাজার ইমেইল পাঠাতে পারেন সে রকম প্লাটফর্ম খুজে বের করুন।

আমার জানামতে, AWeber, Mailchimp,Getresponce এই সাইট গুলোর সাহায্য নিতে পারেন। 


 লিস্ট বিল্ডিং করা?  

লিস্ট বিল্ডিং বলতে আপনি আপনার ক্রেতাকে কী কী সুবিধা দিতে চান সেটি জানান, যেমন। 

আপনার পণ্য সম্পর্কে। 

আপনি তাকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন। 

আপনি তাকে কতবার ইমেইল করবেন। 

আপনার কাছে তার ইমেইল টি সুরক্ষিত থাকবে। 

আপনি ইমেইল স্প্যাম করবেন না। 

এসব কিছু দিক তুলে ধরা৷


ইমেইল এর সাবজেক্ট এবং টেমপ্লেট নির্বাচন করুন। 


আপনার মেইল এর সাবজেক্ট যত আর্কষনীয় হবে তত সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। 

কারন আপনি সাবজেক্ট এ কী লিখেছেন গ্রাহক সেটাই দেখবে প্রথমে, যদি সাবজেক্ট হয় এট্রাকটিভ তাহলে গ্রাহক আপনার ই-মেইল টি ওপেন করবে।

আর যখনি ওপেন করবে তার ভিতরে সকল ডিসকাউন্ট বা সুযোগ সুবিধা দিয়ে তৈরি করে রাখুন একটি আর্কষনীয় টেমপ্লেট।  যাতে করে ক্রেতা আপনার পণ্য কিনতে আগ্রহী হয়। 


নজরদারি রাখা 


আপনার ইমেইল পাঠানোর উপর নজরদারি রাখতে হবে। ইমেইল এর সাবজেক্ট বা টেমপ্লেট ঠিক আছে কীনা। 

মেইল টি সঠিক ভাবে ডেলিভারি হচ্ছে কিনা। ইমেইল টি কী ইনবক্সে যাবে নাকি স্প্যাম এ যাবে, এসব কিছুর দিকে আপনাকে কঠিন নজরদারি রাখতে হবে। 


ইমেইল কালেকশন করা। 


আপনি যেহেতু ইমেইল মার্কেটিং নিয়ে কাজ করবেন তাই আপনাকে পুরাতন ইমেইল এর পাশাপাশি নতুন ইমেইল সংগ্রহ করতে হবে৷ 

যদি আপনি মার্কেটিং করতে চান এটা খুবই জুরুরি। 

আপনি চাইলে ফেসবুক, টুইটার,ল্যান্ডিং পেইজ, সার্ভে টুলস ইত্যাদি এসব ব্যাবহার করে নতুন ইমেইল সংগ্রহ করতে পারেন। 


ইমেইল মার্কেটিং করতে হলে আপনকে ধৈর্য ধরে কাজ করতে হবে। তার সাথে সঠিক ইমেইল বা সঠিক গ্রাহক খুঁজে বের করে আনতে হবে। তাহলেই আপনি ইমেইল মার্কেটিং করে সফলতা অর্জন করতে পারবে। 

আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।


চাইলেই আমাদের ইউটুব চ্যানেল এবং ফেসবুক পেইজ এর সাথে থাকতে পারেন।

Post a Comment

0 Comments