ফ্রিল্যাসিং বা আউটসোর্সিং কী? ফ্রিল্যাসিং সম্পর্কে সঠিক গাইডলাইন।

 ফ্রিল্যাসিং বা আউটসোর্সিং কী?  ফ্রিল্যাসিং সম্পর্কে সঠিক গাইডলাইন।

অনলাইন থেকে ঘরে বসেই যদি কেউ আয় করতে পারে সেটাই আউটসোর্সিং। 

সহজ ভাষায় আপনি এমন কোন কাজ করেন বা আপনি যার কাজ করেন তার সাথে আপনার কখনো দেখাই হয় নি, 

সব কিছু অনলাইনে হচ্ছে। 

অনলাইনে কোন একটা লোক দেশ থেকে বা দেশের বাইরে থাকে আপনাকে যে কাজ দিয়েছে বা আপনি অনলাইন থেকে বা দেশ থেকে অথবা দেশের বাইরে থেকে কাজ নিয়েছেন এটাই মূলত আউটসোর্সিং। 

আপনি একটা কাজ অন্য কোথাও বা অন্য কোন জায়গায় থেকে খুঁজে নিয়েছেন এবং কাজ করে টাকা ইনকাম করছেন এটাই আউটসোর্সিং। 



ফ্রিল্যাসিং কী? 

সহজ ভাষায় ফ্রিল্যাসিং হলো মুক্ত পেষা। 

আপনি স্বাধীন ভাবে কাজ করবেন নিজের ইচ্ছে মতো। 

এখানে থাকবে না আপনার কোন বস। 

আপনি নিজেই নিজের বস হবেন। কাউকে কোন কৈফিয়ত দিতে হবে না। 

ধরুন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, 

আপনি গ্রাফিক্স এর কাজ ভালো পারেন। 

কেউ একজন আপনাকে বললো আপনি তাকে একটি ডিজাইন করে দিতে তার জন্য সে আপনাকে পেমেন্ট করবে। 

এখন যদি আপনার ভালো লাগে বা আপনি কাজটি করতে পারবে তাহলে আপনি তার কাজটি নিবেন বা কাজটি করে দিবেন এখানো কোন ধরাবাধা নেই যে আপনাকে কাজটি করতেই হবে। 

মুক্ত ভাবে বা আপনার ইচ্ছে মতো যে কাজ করে আপনি টাকা ইনকাম করবেন সেটাই ফ্রিল্যাসিং। 


ফ্রিল্যাসিং এর কাজ কোথায় থেকে আসে?

  

বেশির ভাগ ফ্রিল্যাসিং এর কাজ থাকে বিভিন্ন দেশ থেকে বলতে গেলে আমাদের বাংলাদেশ এর বাইরে থেকে। 


ফ্রিল্যাসিং এর কাজ কেনো দেয়? 

 মনে করুন আপনার একটা কোম্পানি আছে অথবা আপনার পার্সোনালকোন কাজের জন্য অনেক কম সময়ের মধ্যে এবং একটু কম টাকার মধ্যে তার সাথে ভালো কোয়ালিটির কোন ডিজাইন, ওয়েবসাইট যে কোন কিছু প্রয়োজন। সেই সব জিনিস আপনি একজন দক্ষ ফ্রিল্যাসার দিয়ে করিয়ে নিতে পারবেন। 

এই কারনেই মূলত ফ্রিল্যাসার কাজ পেয়ে থাকে। 


আমি কী হতে পারবো ফ্রিল্যাসার? 

অবশ্যই আপনিও হতে পারবেন একজন ফ্রিল্যাসার। আর এই ফ্রিল্যাসিং করে আপনিও মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন৷ 

আর এই সব কিছুর জন্য আপনার যে কোন একটা বিষয়ের উপর হতে হবে দক্ষ, 

হোক সেটা গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, ডাটা এন্ট্রি অপারেটর। 

এগুলা ছাড়াও আরো অনেক ধরনের কাজ রয়েছে। 

কাজের সাব কেটাগরি রয়েছে। এসব কিছুর মধ্যে যদি আপনার কোন কাজে দক্ষতা থাকে তাহলে আপনিও ফ্রিল্যাসি করতে পারবেন৷ 

কাজের দক্ষতার সাথে সাথে আপনার থাকতে হবে কাজ করার ইচ্ছে, ধৈর্য এই দুইটা না থাকলে আপনি কখনোই একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন না। 


কোথায় ফ্রিল্যাসিং শিখবেন? 


আসলে কোথায় ফ্রিল্যাসিং শিখবেন তার কোন ধরাবাধা নেই। 

আপনি চাইলেই যে কোন আইটি প্রতিষ্ঠান থেকে শিখতে পারেন অথবা ইউটুবে অনেক ভিডিও আছে তা দেখেও শিখতে পারেন। 

মূল কথা হলো আপনি কোন কাজটি শিখবেন কোথায় থেকে শিখবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। 

অনেক ক্যাটাগরির কাজ আছে আপনি যেটা ভালো পারবেন সেটা নিয়ে কাজ শিখবেন বা কাজ করবেন। 


শেষ কথাঃ 

অনলাইন থেকে ইনকাম করতে চাইলে আমাদের সাথে থাকতে পারেন। 

আমাদের ইউটুব চ্যানেল এখানে ক্লিক করুন। 

আমাদের ফেসবুক পেইজ এখানে ক্লিক করুন।

Post a Comment

0 Comments