ইউটিউব মার্কেটিং কী? ইউটিউব থেকে টাকা ইনকাম (A-Z)।

 ইউটিউব মার্কেটিং কী?  ইউটিউব থেকে টাকা ইনকাম (A-Z)।

আজকের এই আর্টিকেলে আমরা ইউটিউব থেকে কী ভাবে আয় রোজগার করবো বা কীভাবে ইউটিউব এ মার্কেটিং করে ইনকাম করবো সে সব বিষয় নিয়ে আলোচলা করবো। ইউটিউব বর্তমান সময়ে যে কেমন জনপ্রিয় সেটা আপনারা সবাই জানেন, আশা করি এটাও জানেন যে ইউটিউব থেকে মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে নিচ্ছে৷ তো আমাদের আজকের টপিক ও ইউটিউব নিয়ে।


 ইউটুব কী? 


ইউটুব ভিডিও শেয়রিং এর একটি জনপ্রিয় প্লাটফর্ম। ইউটিউব এ যে কোন ধরনের ভিডিও শেয়ার করা হয়ে থাকে আর এই ভিডিও শেয়ার করে ইউটিউব থেকে মানুষ হাজার হাজার টাকা ইনকাম করছে। যারা ইউটিউব করে বা ইউটিউব এ ভিডিও আপলোড করে ইনকাম করে তাদের মূলত বলা হয় ইউটিউবার। আর আপনি চাইলেও ইউটিউব এ ভিডিও শেয়ার করে অথবা ইউটুব মার্কেটিং করে ইনকাম করতে পারেন। 



কেনো আমরা ইউটিউব এ মার্কেটিং করবো?  


বর্তমান সব সোশ্যাল মিডিয়ার মধ্যে মার্কেটিং করার জন্য অন্যতম একটি মাধ্যম হলো ইউটিউব। 

ইউটিউব এ রয়েছে কোটি কোটি গ্রাহক তাই আমরা চাইলেই ইউটিউব এ মার্কেটিং করতে পারি এবং ইউটুব থেকে ইনকাম করতে পারি৷ আপনি ইউটিউব এ মার্কেটিং করতে গেলে আমার পণ্য বা আপনার বিজ্ঞাপন টিকে খুব ভালোভাবে ভিডিও এর মাধ্যমে উপস্থাপন করতে পারবেন। যার ফলে আপনার পণ্য বিক্রি অফবা আপনার সাইট খুব সহজে বেড়ে যাবে৷ 

আপনি ইউটিউব এ আপনার পণ্যের যখন বিস্তারিত সবকিছু বুজিয়ে বলতে পারবেন তখন আপনার সেল অনেক বেড়ে যাবে। ইউটিউব এমন একটা প্লাটফর্ম যেখানে ক্রেতার অভাব নেই, শুধু আপনি আপনার দক্ষতা কাছে লাগিয়ে এখান থেকে অনেক অর্থ খুব সহজেই কামিয়ে নিতে পারবেন।

তাই আমার মতে আপনি চাইলেই ইউটিউব মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারবেন। 


ইউটিউব মার্কেটিং করতে কী প্রয়োজন? 


ইউটিউব এ মার্কেটিং করতে আপনার প্রয়োজন হবে একটা ইউটিউব চ্যানেল। আপনার একটা জিমেল একাউন্ট দিয়ে আপনি খুব সহজে ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। 

এর পরে লাগবে আপনার একটা মোটামুটি ভালো কনফিগারেশনের ল্যাপটপ?/ কম্পিউটার। এরপর লাগবে একটি ক্যামেরা, যদি আপনার হাতের ফোন টি ভালো হয় তাহলে ফোন দিয়েই ক্যামেরার কাজ চালিয়ে নিন। নেট কানেকশন, আপনার চ্যানেল প্রমোট এবং আপনার সাথে কাজ করার জন্য আপনার কিছু বন্ধু। 

এগুলো থাকলেই আপনি ইউটিউব মার্কেটিং করতে পারবেন। তার সাথে আপনার থাকতে হবে প্রোডাক্ট সম্পর্কে ভালো ধারনা৷ আপনি যত বেশি ভালো বুজাতে পারবেন তত বেশি আপনার সেল হবে এবং আপনার ইনকাম তত বেশি হবে। 


ইউটিউব থেকে কী ভাবে ইনকাম করবো? 


আপনি অনেক ভাবেই চাইলে ইউটিউব থেকে ইনকাম করতে পারেন। যেমনঃ গুগল এড, ইউটিউব মার্কেটিং, অ্যাফিলিয়েট, স্পনসর এগুলো করে আপনি ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন৷ আপনার চ্যানেল যত বেশি বড় হবে আপনি সেখানে গুগল এড থেকে ইনকাম পাবেন, আপনি আপনার যে কোন পণ্য বিক্রি করে ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনি বিভিন্ন কোম্পানির অ্যাফিলিয়েট নিয়ে কাজ করে তাদের প্রোডাক্ট এর লিংক শেয়ার করেও ইনকাম করতে পারেন। এর পরবর্তী রয়েছে স্পনসর শিপ আপনার চ্যানেল বড় হলে বিভিন্ন ওয়েবসাইট বা কোম্পানির অথবা বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনার চ্যানেলে স্পনসর শিপ পাবেন, এখানে কিন্তু অনেক টাকার স্পনসর পাওয়া যায়। এ পদ্ধতি গুলো ফলো করে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। 


ইউটিউব থেকে কত টাকা ইনকাম?  ইউটিউব এর টাকা কীভাবে হাতে পাবো? 


ইউটিউব থেকে আপনি কত টাকা ইনকাম করবেন সেটা সম্পূর্ণ আপনার এবং ভিউয়ার এর উপর। আপনি যতো ভালো ভিডিও ছাড়বেন আর যত বেশি ভিউ আসবে তত বেশি টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনার চ্যানোল মনিটাইজ থাকে। তাছাড়া আপনি বিভিন্ন মার্কেটিং করে ইনকাম করতে পারেন। উপরে টপিক ছিলো৷ 

ধরা যায় প্রতি ১ হাজার ভিডিও ভিউ এর জন্য ০.৫ ডলার থেকে ৫ ডলার পর্যন্ত পাওয়া যায়। 

আপনার এডসেন্স একাউন্টে যখন ১০০ ডলার হবে তখন মাসের ২৫-২৭ তারিখ এর মধ্যে ব্যাং এ আপনার আয় করা টাকা অটোমেটিক এড হয়ে যাবে। 


কীভাবে ইউটিউব শুরু করবো?  


ইউটিউব শুরু করার আগে আপনার মাথায় থাকতে হবে আপনি কী বিষয়ে বা কোন টপিক এ ভিডিও তৈরি করবেন। আপনি যে বিষয়ে দক্ষ সেবিষয় এর উপর ভিডিও বানানো শুরু করুন, অবশ্যই ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে। ভিডিও কোয়ালিটি ভালো হলেই আপনি তারাতাড়ি সফলতা পেতে পারবেন। 

তাই আপনার যে বিষয়ে ভালো দক্ষতা আছে সেই বিষয় নিয়েই কেবল মাত্র শুরু করবেন। 


ইউটিউব এ কীভাবে সফলতা পাবো। 


ইউটিউব এ সফলতা পেতে হলে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। এই বিষয় গুলো নিয়ে ঠিক ভাবে কাজ করলে আপনি অবশ্যই সফলতা পাবেন। 

আপনাকে অনেক ভালো কন্টেন্ট বানাতে হবে। আপনি যেই বিষয়েই দক্ষ হন না কেনো সে বিষয় নিয়েই ভালো কোয়ালওটির ভিডিও বানাতে হবে৷ এর পর রয়েছে কোয়ালিটি সম্পূর্ণ থাম্বেল। আপনার থাম্বলেই যত ভালো হবে আপনার ভিউ তত বাড়বে৷ ইউটুব ভিডিও এসিও করা। আপনি যদি ভিডিও এসিও না করেন তাহলে আপনি কখনো ইউটিউব থেকে সফলতা পাবেন না। তাই আপনাকে আপনার ভিডিও এবং থাম্বলাইল দুইটাই এসিও করতে হবে৷ 

এসিও আবার দুভাবে করতে হবে অথবা আপনি দুভাবেই এসিও করবেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। 

১/ অফ পেইজ এসিও।

২/ অনলাইন / ইউটিউব এসিও  

আপনার ভিডিও টিতে যদি আপনি এই দুটি এসিও করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং আপনার ইনকাম অনেক বেশি হবে। 


ইউটিউব এ যেসব ভুল করা থেকে বিরত থাকবেন? 


ইউটিউব এমন একটা প্লাটফর্ম যেখানে আপনার একটি ভুলের কারনে আপনার পুরে চ্যানেল ব্যান হয়ে যেতে পারে। 

ইউটিউব এর কিছু ট্রামস এবং কন্ডিশন রয়েছে সেগুলো পড়ে নিবেন বুজে নিবেন। 

আপনি যদি তাদের দেওয়া নিদেশ এর বাইরে একটি কাজও করেন তাহলে আপনার চ্যানেল একেবারে শেষ৷ 

তাই ইউটিউব এর ট্রাম্স এবং কন্ডিশন এর বাইরে কিছু করতে যাবেন না। এসব বিষয়ে নয়তো আরো একটা আর্টিকেল লিখবো পরে যদি আপনারা সহমত পোষন করেন৷ 


শেষ কথাঃ 

ইউটিউব বা ইউটিউব মার্কেটিং করতে হলে আপনাকে লেগে থাকতে হবে। আপনাকে সবসময় ভিডিও বানিয়ে যতে হবে যতদিন পর্যন্ত আপনার চ্যানেল এ অনেক বেশি Subscribe না হয়। যদি আপনি ইউটিউব এ লেগে থাকতে পারেন তাহলে খুব সহজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন৷ আর ইউটিউব এ আপনি কোন দুইনাম্বার করে সফলতা পাবেন না। আপনি যদি ভালে কাজ করেন তাহলেই একমাত্র ইউটিউব এ সফলতা অর্জন করতে পারবেন।

শেষ কথাঃ 

অনলাইন থেকে ইনকাম করতে চাইলে আমাদের সাথে থাকতে পারেন। 

আমাদের ইউটুব চ্যানেল এখানে ক্লিক করুন। 

আমাদের ফেসবুক পেইজ এখানে ক্লিক করুন।

Post a Comment

0 Comments