গুগল প্লাস মার্কেটিং করে আয় করুন। What is Google Plus Marketing?

 গুগল প্লাস মার্কেটিং করে আয় করুন। What is Google Plus Marketing?

মার্কেটিং সাধারণত অনেক ধরনের হয়ে থাকে। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মার্কেটিং হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। 

যেমনঃ ফেসবুক, ইউটুব,টুইটার, গুগল প্লাস,রেডিড, লিং ডিন,  ইনস্টাগ্রাম ইত্যাদি। তবে এসব কিছুর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বলতে গেলে গুগল প্লাস। 

আজকের আর্টিকেলে আমরা গুগল প্লাস মার্কেটিং শিখবো এবং এখান থেকে কী ভাবে ইনকাম করে তা জানবো৷ 



মূলত গুগল প্লাস মার্কেটিং কী?  


বর্তমান সময়ে জনপ্রিয় মার্কেটিং সাইট হলো গুগল প্লাস। 

এখন অনেক বড় বড় মার্কেটারা গুগল প্লাস এর মাধ্যমে মার্কেটিং করে আয় করছে হাজার হাজার টাকা। এর একটা কারন হলো গুগল প্লাস গুগল এর একটি সাইট যেখানে আপনি সহজে মার্কেটিং করতে পারেন। গুগল প্লাস যেহেতু গুগল এর একটি সাইট তাই আপনি যদি কোন কিছু আপনার গুগল প্লাস এর সাইটে আপলোড করেন বা কোন ব্লগ বা লেখা পোস্ট করেন সেটা গুগল আপনা আপনি থেকেই প্রমোট করতে থাকবে। যাতে করে আপনার সাইটে ট্রাফিক অনেক বেশি আসবে এবং আপনার ইনকাম বাড়তে থাকবে। গুগল প্লাস যেহেতু গুগল এর একটি সাইট তাই আপনি যখন কোন আর্টিকেল পোস্ট করবেন গুগল প্লাস সেই পোস্ট নিজে থেকে ইনডেক্স করে নিবে আপনাকে আলাদা করে কোন পোস্ট ইনডেক্স করতে হবে না৷ গুগল প্লাস যেহেতু আপনার পোস্ট গুলো ইনডেক্স করে নিবে তাই সে অটোমেটিক আপনার পোস্ট / আর্টিকেলটি সবার মাঝে প্রমোট করতে থাকবে। যাতে করে আপনার পোস্ট এর কোন ট্যাগ দিয়ে যদি কেউ গুগল এ চার্জ করে তাহলে আপনার ব্লগ টি বা আপনার আর্টিলেটি গুগল প্লাস সবার আগে প্রমোট করে দিবে। যাতে করে আপনার ইনকাম বেড়ে যেতে পারে কয়েকগুন। 


কীভাবে প্রফেশনাল গুগল প্লাস একাউন্ট তৈরি করবো?  


আপনি যেহেতু গুগল প্লাস একাউন্ট দিয়ে মার্কেটিং করবেন তাই আপনাকে সম্পূর্ণ প্রফেশনাল ভাবে আপনার গুগল প্লাস একাউন্ট তৈরি করতে হবে। আপনার থাকতে হবে একটি ভেরিফাই জিমেল একাউন্ট অথবা আপনি নতুন একটি জিমেইল একাউন্ট তৈরি করতে পারেন। জিমেইল একাউন্ট তৈরি করা হয়ে গেলে আপনার জিমেল একাউন্ট এ গিয়ে গুগল প্লাস অপশন এ ক্লিক করুন। একটি ফর্ম আসবে সেখানে আপনার যাবতীয় ইনফরমেশন দিন। সবসময় চেস্টা করবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী সব ইনফরমেশন দিতে। এরপর আপনি কী নিয়ে মার্কেটিং করতে চান তার কিছু ক্যাটাগরি আসবে সেগুলো সিলেক্ট করুন৷ 

শুধু মাত্র আপনি যে নিশ গুলো নিয়ে মার্কেটিং করতে চান সে নিশ গুলোই সিলেক্ট করুন এর বাইরে কিছু করবেন না৷ এরপর আপনাকে একটি পেইজ তৈরি করতে হবে সেটা পরে লিখলাম কীভাবে গুগল প্লাস এর পেইজ তৈরি করবেন৷ আপনি যদি পেইজ তৈরি করেন তাহলে সেখানে অবশ্যই ছবি এড করতে হবে। আপনার পেইজ এ সম্পূর্ণ ডিটেইলস দিতে হবে, মানে আপনি এই পেইজ দিয়ে কী করবেন, কী নিয়ে আপনি এই পেইজে মার্কেটিং করবেন। এসব কিছু সম্পূর্ণ ডিটেইলস সহ আপনাকে লিখতে হবে যাতে করে আপনার পেইজ এসিও  হতে আরো বেশি সাহায্য করবে। 


গুগল প্লাস এ পেইজ তৈরি। 


আপনার গুগল প্লাস একাউন্ট থাকলে আমি বলবো সেখানে আপনি একটা পেইজ তৈরি করে ফেলুন। যদি আপনি একটা পেইজ তৈরি করেন তাহলে আপনি সেই পেইজে আপনার প্রোডাক্ট এর বিজ্ঞাপন দিতে পারেন আলাদা ভাবে। এতে করে আপনার গুগল প্লাস সাইট আরো বেশি ট্রাফিক আসার সম্ভাবনা থাকবে। তাই আপনি আপনার গুগল প্লাস একাউন্ট থেকে একটি পেইজ তৈরি করবেন এবং সেই পেইজটি সম্পূর্ণ অপটিমাইজেশন করে নিবেন। 


গুগল প্লাস এ পোস্ট করবো কী ভাবে? 


আপনি যদি ফেসবুক এ পোস্ট করতে পারেন তাহলে গুগল প্লাস ও পোস্ট করতে পারবেন। ফেসবুক এর মতই গুগল প্লাস এ পোস্ট করা হয়। আপনার পোস্টটি চাইবেন সবচেয়ে বেশি ইউনিক করার জন্য আপনার পোস্ট যত ইউনিক হবে ততবেশি ভিউজ আসবে৷ আপনার পোস্ট চাইবেন বিভিন্ন লিংক শেয়ার করার জন্য কারন লিংক এ যত ক্লিক পড়বে তত বেশি ইনকাম হবে এবং পোস্ট অনেক বেশি ভিউজ নিয়ে আসবে৷ আপনি যদি আপনার পোস্ট এ ইমেজ এড দিতে পারেন তাহলে আরো ভালো কারন ইমেজ এত এ ক্লিক পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই ইমেজ এড ব্যাবহারে ক্লিক ও পড়বে আপনার ইনকাম বাড়বে তার সাথে সাথে আপনার গুগল প্লাস একাউন্ট এ ভিজিটর পাবেন অনেক বেশি৷ 


গুগল প্লাস সাইটে কীভাবে ট্রাফিক বাড়াবো। 


গুগল প্লাস সাইটে কীভাবে ট্রাফিক বাড়াবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয়। আমি তারপরেও কিছু বিষয় শেয়ার করবো। আপনি চাইলে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনার লিংক টি শেয়ার করতে পারেন অথবা আপনার বন্ধ বান্ধব দের মাঝে আপনার গুগল প্লাস একাউন্ট এ ভিজিটর নিয়ে আসতে পারেন। এখন কথা হলো এ ভিজিটর গুলো আপনার সাইটে থাকবে কিনা সেটা নির্ভর করবে আপনার আর্টিকেল এর উপর৷ আপনি কেমন প্রোডাক্ট সেল করছেন প্রোডাক্ট এর বিবরন কীভাবে লিখছেন মানুষ কী সহজেই আপনার প্রোডাক্টটি ব্যাবহার করতে পারবে কিনা এসব বিষয় এর উপর একটু কড়া নজর দিলেই আপনি সহজে ট্রাফিক পেয়ে যাবেন আপনার সাইটে৷ তাই আপনি যদি ইউনিয়ন কিছু করেন তাহলে অবশ্যই আপনার সাইটে ট্রাফিক আসবে এবং আপনার সাইট ভিজিট করবে এবং ভালো লাগলে প্রোডাক্ট কিনবে আপনার সাইট থেকেই। 


গুগল প্লাস মার্কেটিং করার আগে কিছু কথা। 


আপনি যদি চিন্তা করেন আপনি একজন গুগল প্লাস মার্কেটার হবেন তাহলে এই বিষয়গুলো আপনাকে জেনে রাখতে হবে। 


১/ আপনার গুগল প্লাস একাউন্টটি অবশ্যই ভেরিফাই করে নিতে হবে৷ 

২/ আপনি চাইলেই যে কোন কিছুর লিংক শেয়ার করতে পারবেন না। 

৩/ এডাল্ট বা হ্যাংকি এমন লিংক ফেকে বিরত থাকতে হবে। 

৪/ গুগল প্লাস এর সকল রুলস মেনে আপনাকে কাজ করতে হবে। 

৫/ আপনি যদি পোস্ট এ কোন ছবি ব্যাবহার করেন সেটা সম্পূর্ণ আপনার হতে হবে। 

৬/ স্প্যাম কোন লিংক পোস্ট বা প্রমোট করা যাবে না। 

৭/ আপনার পণ্যের বিজ্ঞাপন এর জন্য পোস্টার বা ভিডিও সম্পূর্ণ আপনার হতে হবে। 

৮/ কপিরাইট ফ্রি পোস্ট করতে হবে। 


উপরের বিষয় গুলো যদি মাথায় রেখে আপনি গুগল প্লাস এ কাজ করেন তাহলে খুব তারাতাড়ি আপনি এখানে সফলতা অর্জন করতে পারবে। সবসময়ই ইউনিক কিছু করার চিন্তা করবেন। কখনো কারো পোস্ট কপি করার চিন্তা করবেন না। ধৈর্য ধরে লেগে থাকলে সফলতা আসবেই। আর এই গুগল প্লাস থেকে যেদিন সফলাতা আসতে থাকবে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। গুগল প্লাস একটি ইন্টারন্যাশনাল মার্কেটিং প্রসেস আপনি এখান থেকেই বা বাংলাদেশ থেকে সারাবিশ্বে মার্কেটিং করে আয় করতে পারবেন।

ফেসবুক মার্কেটিং করে ইনকাম করুন। What is Facebook Marketing.

শেষ কথাঃ 

অনলাইন থেকে ইনকাম করতে চাইলে আমাদের সাথে থাকতে পারেন। 

আমাদের ইউটুব চ্যানেল এখানে ক্লিক করুন। 

আমাদের ফেসবুক পেইজ এখানে ক্লিক করুন।

Post a Comment

0 Comments