CPA মার্কেটিং করে আয় করুন। What Is CPA Marketing?

 CPA মার্কেটিং করে আয় করুন। What Is CPA   Marketing?

CPA মার্কেটিং করে ইনকাম করতে চাইলে  এই আর্টিকেটি আপনার জন্য। কারন এই আর্টিকেল থেকে আপনি CPA মার্কেটিং সম্পর্কে বেসিক ধারনা পাবেন। হুম বেসিক ধারনা পাবেন এটা আপনাকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্যে করবে। তবে চলুন CPA মার্কেটিং সম্পর্কে বেসিক কিছু ধারনা নিয়ে নেই। 


CPA মার্কেটিং কী ?  


CPA এর ফুম মিনিং হলো ( Cost Per Action)। CPA সাইটি হলো অন্যরকম একটি অ্যাভাটাইজিং প্লাটফর্ম। এই সাইটে আপনাকে কাজ করতে হবে বিভিন্ন কাজের বিনিময়ে আপনাকে পেমেন্ট করা হবে৷ 


CPA মার্কেটিং এ কী কাজ করতে হবে। 


যেহেতু CPA = Cost Per Action, তাই আপনি এখানে নিদিষ্ট কোন কাজের জন্য পেমেন্ট পাবেন। তবে সেই নিদিষ্ট কাজটি কী। CPA মার্কটিং এর যে কাজ গুলো থাকে সেগুলোকে মূলত অফার বলা হয়। 

আমরা যারা CPA মার্কেটিং নিয়ে কাজ করবো তারা সবাই মূলত CPA সাইট গুলোর অফার নিয়ে কাজ করবো। 


CPA Marketing এর অফার কী?  

CPA মার্কেটিং মূলত যে কাজ গুলো থাকে সেগুলোকেই অফার বলা হয়ে থাকে। এই অফার গুলো হলোঃ কোন সাইটে রেজিষ্ট্রেশন করানো,  ইমেইল সাবমিট, পিন সাবমিট, ডাউনলোড ইত্যাদি এমন কাজ থাকে যেগুলোকে মূলত অফার বলা হয়। 


CPA মার্কেটিং এ কীভাবে কাজ করবো? 


CPA  Marketing সাইটে আমরা অফার নিয়ে কাজ করবো। যেমন এই সাইটে কিছু অফার থাকবে যেমন একটা ওয়েবসাইট এ  ইমেইল সাবমিট করানো। আপনাকে এই অফার টা নিয়ে বিভিন্ন মাধ্যমে শেয়ার করতে হবে, মানে যেখান থেকে ট্রাফিক আসবে এবং তারা আপনার দেওয়া লিংক থেকে তার ইমেইল টা সাবমিট করবে৷ প্রতিটি ইমেইল সাবমিট এর জন্য আপনাকে পেমেন্ট করা হবে৷ এমন আরো অনেক কাজ রয়েছে। 

Amazon এর মতো এখানে আপনাকে প্রোডাক্ট বিক্রি করতে হবে না৷ আপনি লোক দিয়ে কাজ করিয়ে নিবেন এবং সেখান থেকে ইনকাম করতে পারবেন৷ এটা শুনে আপনারা যত সহজ ভাবছেন কাজটি এত সহজ নয়। কারন CPA অফার গুলো আমাদের বাংলাদেশ একবারে কম দেওয়া হয়৷ CPA অফার এর কাজ থাকে International তাই আপনাকে কাজ করতে হবে দেশের বাইরের ট্রাফিক নিয়ে যেটা আপনার পক্ষে প্রথম অবস্হায় মোটেও সহজ হবে না। তবে চিন্তার কারন নেই শুরু করুন সফলতা একূিন আসবেই। 


কী ভাবে CPA মার্কেটিং এর কাজ শুরু করবো?  


CPA মার্কেটিং এর কাজ করতে হলে আপনাকে অবশ্যই মোটামুটি ভালো এক্সপার্ট হতে হবে তা না হলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না৷ আপনাকে যেহেতু দেশের বাইরের ট্রাফিক নিয়ে কাজ করতে হবে তাই আপনাকে অবশ্যই এসব বিষয়ে বা CPA মার্কেটিং এর উপর ভালো জ্ঞান থাকতে হবে। আপনার যদি ভালো ইন্টারনেট কানেকশন এর একটি কম্পিউটার থাকে তাহলে আপনি কাজটি শুরু করে দিতে পারেন। তবে তার আগে CPA মার্কেটিং এ একটু এক্সপার্ট হয়ে নিন।  


আজকে আমরা বিশ্বের জনপ্রিয় ২ CPA মার্কেটিং সম্পর্কে আলোচনা করবো৷ 

১ / Maxbounty

২/ CPAGrid 

বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় CPA মার্কেটিং সাইট হলো এই দুইটি। আপনাকে এ দুটি সাইটে কাজ করতে হবে। এছাড়াও আরো অনেক CPA সাইট রয়েছে। তবে অনেক সাইট স্ক্যাম তাই যাচাই বাছাই করে কাজ করতে হবে নয়তো আপনি ঠিক মতো পেমেন্ট পাবেন না৷ 


Max bounty 


বিশ্বের সবচেয়ে জনপ্রিয় CPA সাইট হলো Max bounty। এ সাইটে আপনি সহজেই কাজ করতে পারবেন না। কারন আপনাকে এই সাইটে কাজ করতে হলে অনেক কষ্ট করতে হবে৷ প্রথমেই একাউন্ট তৈরি করা। এই সাইটে আপনি যখন একাউন্ট করবেন তখন আপনাকে Max bounty থেকে সরাসরি ফোন করা হবে ইন্টারভিউ এর জন্য। আপনাকে তারা বিভিন্ন প্রশ্ন করবে যেগুলোর সঠিক উত্তর আপনাকে দিতে হবে। আপনি যদি তাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলেই আপনি এই সাইটে কাজ করতে পারবেন। আর যদি সাঠিক উত্তর না দিতে পারেন তাহলে আপনার একাউন্ট ব্যান করে দেওয়া হবে৷ আর অবশ্যই তারা যে ইন্টারভিউ নিবে সেটা সম্পূর্ণ ইংরেজিতে। তাই আপনাকে CPA মার্কেটিং সম্পর্কে ধারনার পাশাপাশি ভালো ইংরেজিও জানতে হবে৷ তাহলেই আপনি এখানে একাউন্ট করতে পারবেন৷ 

  

CPAGRID 


CPAGRID ও CPA Marketing এর জন্য বিশ্বের একটি জনপ্রিয় সাইট। এই সাইটে আপনি সহজেই একটি একাউন্ট তৈরি করতে পারবেন এবং তাদের দেওয়া অফার / কাজ নিয়ে সহজেই কাজ করে পারবেন। তবে এখানেও আপনাকে সাধারন কিছু প্রশ্ন করা হবে সেগুলোর উত্তর দিবে। 


কী নিয়ে CPA মার্কেটিং করবো ৷ 


আমারা মূলত CPA এর অফার নিয়ে কাজ করবো। অফার গুলো হলো, ইমেইল সাবমিট, কোন সাইটে কাউকে দিয়ে ইমেইল সাবমিট করাতে পারলেই ইনকাম। ডাউনলোড বিভিন্ন ফাইল ডাউনলোড করানো। পিন সাবমিট করানো এছাড়াও আরো অনেক ধরনের অফার রয়েছে। 


CPA মার্কেটিং এর অফার কীভাবে প্রমোট করবো?  ট্রাফিক কোথায় পাবো?  


বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার যুগ তাই আপনি সহজেই সোশ্যাল মিডিয়ায় আপনার ট্রার্গেটেট ট্রাফুক পেয়ে পাবেন। আপনাকে সেহেতু এই অফার প্রমোশন এর কাজ গুলো International  তাই আপনি বাইরের বিভিন্ন গ্রুপ এর সাথে হতে পারেন এং তাদের আপনার অফার সম্পর্কে জানান৷ এবাবেই আপনি কাজটি করতে পারেন। 

তবে সবচেয়ে বড় CPA মার্কেট প্রমোশন এরজন্য সেরা সোশ্যাল মিডিয়া হলো ইউটুব। আপনি ইউটিউব চ্যানেল খুলে সেখানে আপনার অফার প্রমোশন চালাতে পারেন যেটা থেকে আপনি মাস শেষে ১২-৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। আপনি আপনার ইউটিউব চ্যনেলে ভিডিও ছাড়লে অফার থেকেও ইনকাম পাবেন এবং গুগল থেকেও। 


কোন অফার নিয়ে কাজ করলে সফলতা পাবো ?  


CPA Marketing এর সাইট গুলোতে যেসব অফার থাকে তার মধ্যে অন্যতম অফার গুলো হলোঃ 

সাইটে রেজিষ্ট্রেশন করানো। 

ইমেইল সাবমিট করানো। 

পিন সাবমিট করানো। 

ডাউনলোড করানো। 


আমার মতে আমাদের বাংলাদেশ থেকে অথবা নতুন সিপিএ মার্কেটারদের ডাউনলোড এর অফার নিয়ে কাজ করা বেশি ভালো হবে৷ কারন আপনি ডাউনলোড এর অফার খুব সহজে প্রমোট করতে পারবেন৷ কারন ডাউনলোড এর অফার গুলো বেশি থাকে গেমস এর। বর্তমানে যেহেতু সবাই গেমস এর প্রতি আসক্ত তাই আপনি খুব সহজেই আপনার ডাউনলোড অফার নিয়ে কাজ করতে পারবেন৷ আর ডাউনলোড অফার নিয়েকাজ করলে অনেক ভালো পেমেন্ট পাবেন। এর পাশাপাশি অন্য যে কাজ গুলো রয়েছে সে গুলো নিয়েও আপনারা কাজ করতে পারেন সেখান থেকেও ভালো একটা ইনকাম করতে পারবেন। 


বেসিক ধারনাঃ


আপনার চাইলে যে কোউ এই CPA মার্কেটিং এর কাজ করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে৷ কারন সিপিএ মার্কেটিং টা যেহেতু International ভাবে করা হয় তাই আপনাকে অনেক কিছু জানতে হবে। তার পাশাপাশি আপনাকে ভালো ইংরেজি জানতে হবে ভালো ইংরেজি না জানলে আপনি ভালো কিছু করতে পারবেন না৷ আর আপনি এই সাইট থেকে পেপাল, ব্যাংক এছাড়াও অনলাই কিছু ওয়ালেট আছে সেগুলোর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। আগে নি যদি CPA Marketing সাইটে প্রতিদিন ১-২ ঘন্টা করে সময় দেন তাহলে আপনার এখান থেকে মাসে ৫-১০ হাজার টাকার মতো ইনকাম হতে পারে৷ আর যদি আপনি এই সাইটে বা CPA Marketing এ এক্সপার্ট হন তাহলে আপনি এখানে আরো সময় দিয়ে আরো অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। সবশেষে বলবো CPA Marketing করতে হলে বা সফলতা পেতে হলে আপনাকে CPA Marketing এর উপর Expert হতে হবে।

সেরা ৫ টি পিটিসি সাইট থেকে ঘরে বসে ইনকাম করুন। (Top 5 PTC Site Earning).

শেষ কথাঃ 

অনলাইন থেকে ইনকাম করতে চাইলে আমাদের সাথে থাকতে পারেন। 

আমাদের ইউটুব চ্যানেল এখানে ক্লিক করুন। 

আমাদের ফেসবুক পেইজ এখানে ক্লিক করুন।

Post a Comment

0 Comments