অনলাইন সার্ভে করে ইনকাম। Top 5 Survey Website.

 অনলাইন সার্ভে করে ইনকাম। Top 5 Survey   Website.

আজকের আর্টিকেলে আমরা আপনাদের অনলাইন সার্ভে সম্পর্কে জাননোর চেষ্টা করবো। অনলািন সার্ভে কী?  কীভাবে অনলাইন সার্ভে করে?  কোথায় থেকে অনলাইন সার্ভের কাজ পাওয়া যায়?  কত টাকা ইনকাম করা যায়? কীভাবে কাজ করা যায়?  কীভাবে সার্ভে থেকে ইনকাম হাতে পাবো?  ইত্যাদি এসব ছাড়াও আমরা  বিশ্বের জনপ্রিয় ৫ টি সার্ভে সাইট সম্পর্কে জানবো এবং এই সাইট গুলোতে কীভাবে কাজ করবো, কী কাজ করবো, টাকা কীভাবে হাতে পাবো এসব বিষয়ে আলোচনা করবো৷ 


অনলাইন সার্ভে কী ? 


সাধারণত বিভিন্ন কোম্পানি তাদের পন্যের গুনগত মান পরিক্ষা করা জন্য কিছু প্রশ্ন করে থাকে বা তাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে চায় এবং কীভাবে তাদের পন্যের মানউন্নয়ন করবে এসব বিষয়ে সঠিক উত্তর চায় এবং এ কাজটি তারা অনলাইন বা ওয়েবসাইট দিয়ে করিয়ে থাকে বলে একে অনলাইন সার্ভে বলা হয়৷ যেহেতু কোম্পানি গুলো তাদের তথ্য অনলাইনের মাধ্যমে নিয়ে থাকে তাই একে অনলাইন সার্ভে বলা হয়ে থাকে। 


অনলাইন সার্ভে তে কী কাজ করবো? 


যেগেতু সার্ভে কাজ গুলো অনলাইনে করা হয় তাই এগুলো অনলাইন সার্ভে। সার্ভে কাজ বলতে আপনাকে বিভিন্ন কোম্পানির পণ্য সম্পর্কে কিছু প্রশ্ন করা হবে। আপনি সঠিক ভাবে সে প্রশ্ন গুলোর উত্তর দিয়ে সার্ভে থেকে ইনকাম করতে পারবেন। অনলাইন সার্ভে তে যে সব প্রশ্ন করা হয় প্রায় বেশির ভাগ প্রশ্নের উত্তর হা অথবা না দিয়েই হয়ে থাকে।  এছাড়াও বিভিন্ন সার্ভে ওয়েবসাইট এ আরো অনেক ধরনের কাজ থাকে। অনেক বড় পেমেন্ট এর সার্ভে জন্য আবার ভিন্ন ধরনের প্রশ্ন করা হয়৷ যেমন আপনার বর্তমান অবস্থা, শিক্ষা জীবন,আপনার বয়স, আপনার পারিবারিক অবস্থা ইত্যাদি সম্পর্কে জানতে চায়। এগুলোর জন্য অনেক ভালে পেমেন্ট করে থাকে এছাড়াও আরো অনেক কাজ রয়েছে সার্ভে সাইটে। 


অনলাইন সার্ভে থেকে কী ভাবে ইনকাম হয়? 


বিশ্বের বিভিন্ন কোম্পানি তাদের পণ্যের গুনগত মান অথবা তাদের যে কোন সার্ভিস এর মান যাচাই করার জন্য পাবলিক এর মাঝে কিছু প্রশ্ন করা হয়। তারা যে প্রশ্ন করে থাকে তাকে মূলত সার্ভে বলে। 

বিশ্বের খুব কম কোম্পানি আছে যারা সরাসরি সার্ভে করে। বেশির ভাগ কোম্পানি গুলো তাদের এই সার্ভে কাজটি থার্ড পাটি কোন ওয়েবসাইট বা সার্ভে সাইটে দিয়ে দেয় তাদের কাজটি করার জন্য। আর সেই থার্ডপাটি ওয়েবসাইট গুলো বা সার্ভে সাইট গুলো কাজ গুলোর জন্য মোটা অংকের পেমেন্ট নিয়ে থাকে। সার্ভে সাইট গুলো তখন তাদের সাইটে এ কাজ গুলো প্রমোট করে থাকে এবং আমরা যারা আছি যারা কাজ করি তারা মূলত এই কাজ গুলো করে থাকি৷ মূলত আমরা তাদের সাইটে ট্রফিক বা গ্রাহক হিসাবে কাজ করবো আর এই কোম্পানির সার্ভে করার জন্য আমরা পেমেন্ট পাই৷ 

তবে আমরা মূলত পেমেন্ট পাবো ওয়েবসাইট থেকে কোন কোম্পানি থেকে নয়৷ আর ওয়েবসাইট থেকে ইনকাম নেওয়া অনেক সহজ। তাই সবাই এই সার্ভে সাইটে কাজ করে ইনকাম করতে পারবেন। 


সার্ভে সাইট থেকে টাকা উত্তোলন করবো কী ভাবে?  


অন্য সকল সাইটের থেকে সার্ভে সাইটের পেমেন্ট টা অনেক আলাদা৷ কারন আপনারা বিভিন্ন সাইটে যখন কাজ করেন সেখানে সরাসরি ডলার ইনকাম করেন। কিন্তু সার্ভে সাইটে আপনি পাবেন পয়েন্ট। আর সার্ভে সাইটের পয়েন্ট কে কনভার্ট করে ডলার এ নিয়ে টাকা উত্তোলন করতে পারবেন। আর এখানে টাকা উইড্র এর জন্য আলাদা কিছু প্রসেস রয়েছে। সার্ভে সাইটে আপনি পেমেন্ট পাবেন PayPal,  Gift Card, paypal Gift card, amazon Gift card.

মূলত সার্ভে সাইটে কাজ করলে আপনি পাবেন কিপ্ট কার্ড৷ তবে চিন্তার কোন কারন নেই এই গিপ্ট কার্ডগুলো আপনি বিভিন্ন ওয়েবসাইটে বিক্রি করে আপনার ব্যাংক বা বিকাশে পেমেন্ট নিতে পারবেন৷


তবে এবার আমরা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ৫ টি সার্ভে সাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো৷ 


১/  SwagBucks


বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্ভে সাইটের মধ্যে অন্যতম সাইট হলো SwagBucks।  

এই সাইটে আপনারা সার্ভে, গেম খেলে, ভিডিও দেখে, সার্চ করে ইনকাম করা যায়। 

এই সাইটের পেমেন্ট সিস্টেম হলোঃ Paypal Cash, Amazon Giftcard, Walmart Giftcard, All Giftcard.


 SuagBucks সার্ভে সাইটে সবসময় কমবেশি কাজ থাকে। আপনি এই সাইটে প্রতি ১০ মিনিট এর সার্ভে কাজের জন্য ২.৪০ ডলার ইনকাম করতে পারবেন৷ এখানে মূলত পয়েন্ট দেওয়া হয় যাকে SB পয়েন্ট বলে। আর এই সাইট থেকে আপনি ১০$ হলে সেটা কোন গিপ্ট কার্ডে Claim করে পেমেন্ট নিতে পারবেন। 


এই সাইট ১৩ বছর থেকে পেমেন্ট করে আসছে এখনো করছে৷ বর্তমানে এ সাইট থেকে প্রতিদিন প্রায় ১০ হাজার গিপ্ট Claim করা হয়। তাই আপনারা সবাই এখনোই কাজ শুরু করনে এবং এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। 


বিঃদ্রঃ 

SwagBucks এ কাজ করতে হলে আপনাকে ভিপিএন ব্যবহার করতে হবে। 


২/ Toluna


SwagBucks এর পরে রয়েচে এই সার্ভে সাইট। 

এই সাইটে আপনারা সার্ভে, গেম খেলে, ভিডিও দেখে, সার্চ করে ইনকাম করা যায়। 

এই সাইটের পেমেন্ট সিস্টেম হলোঃ Paypal Cash, Amazon Giftcard।

এই সাইটে আপনি একাউন্ট করলে ৫০০ পয়েন্ট পাবেন যেটা ০.৫ ডলার। আর এই সাইটে আপনি রেফার করে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আপনি এ সাইটে প্রতি রেফার এর জন ০.৫ ডলার বা ৫০০ পয়েন্ট করে পাবেন। 

এছাড়াও আপনি Tulona সার্ভে সাইটে প্রতি ঘন্টায় কাজ করার জন্য ৩.৮০ ডলার পর্যন্ত পেতে পারেন। আর এর সাথে তো রেফার ইনকাম আছেই৷ 

এই সাইট ও অনেক বছর ধরে মার্কেটে আছে এবং সবাইকে পেমেন্ট করে আসছে তাই চাইলে আপনিও এই সাইটে কাজ করতে পারেন এবং অনেক টাকা ইনকাম করতে পারেন। 


৩/ PrizeReble

নাম্বার ৩ এ রয়েছে PrizeReble সার্ভে সাইট৷ 

এই সাইটে আপনারা সার্ভে, গেম খেলে, ভিডিও দেখে, সার্চ করে ইনকাম করা যায়। 

এই সাইটের পেমেন্ট সিস্টেম হলোঃ Paypal Cash, Amazon Giftcard।

Prize Reble সার্ভে সাইট টি ২০০৭ সাল থেকে অনলাইনে আছে আর এখানে অনেকে কাজ করে ইনকাম করছে৷ 

এখানে উপরের কাজ গুলো ছাড়াও বিভিন্ন ইভেন্ট হয় যে ইভেন্ট এ অংশগ্রহণ করে আপনি একটা অনেক বড় এমাউন্ট জিততে পারেন। 

তাই আপনারা চাইলে এই সাইটে ও কাজ করতে পারেন। 


৪/ One Opinion 


এই সাইটে আপনারা সার্ভে, গেম খেলে, ভিডিও দেখে, সার্চ করে ইনকাম করা যায়। 

এই সাইটের পেমেন্ট সিস্টেম হলোঃ Paypal Cash, Amazon Giftcard।

 ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত এ সািটে কাজ পাওয়া যায় এবং ভালো ইনকাম করা যায়৷ 

এ সাইটে ১০০০ পয়েন্ট এ ১ ডলার হয়৷ আপনার ওয়ালেটে যদি ২৫০০০ পয়েন্ট থাকে তাহলে আপনি টাকা উঠাতে পারবেন, মানে ২৫ ডলার হবে আপনি এই সাইট থেকে সহজেই টাকা উঠাতে পারবেন। 


৫/ OnePoll

এই সাইটে আপনারা সার্ভে, গেম খেলে, ভিডিও দেখে, সার্চ করে ইনকাম করা যায়। 

এই সাইটের পেমেন্ট সিস্টেম হলোঃ Paypal Cash, Amazon Giftcard।

প্রায় ১৮ বছর ধরে এ সাইট অনলাইনে রয়েছে। আপনি এখানে ছোট ছোট সার্ভে কাজ পাবেন যেমন ৩ মিনিট ৫ মিনিট এর সার্ভে কাজ। আপনি এই সাইট প্রতি ৫ ঘন্টা কাজের জন্য ২৫ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন।

আপনি যখন এ সাইটে জয়েন করবেন আপনি ৫ ডলার বোনাস পাবেন৷ এ সাইটে রেফার করেও ভালো টাকা ইনকাম করা যায়। 


বিঃদ্রঃ 


উপরের ৫ টি সাইটে কাজ করে আপনার এখান থেকে মাসে ৩০০-৫০০ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন। আর একটি বিষয় হলো আপনি এই সার্ভে সাইট গুলোতে ভিপিএন ছাড়া কাজ করতে পারবেন না। আপনাকে অবশ্যই ভিপিএন কিনে কাজ করতে হবে। VPN না থাকলে আপনি বাংলাদেশ থেকে কাজ করা যাবে না। 

সার্ভে কাজ করে বাংলাদেশ থেকে অনেকেই অনেক টাকা ইনকাম করছে চাইলে আপনিও করতে পারেন।


যেই ৫ টি কাজ করে আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন মাসে ২০ হাজার টাকা।

শেষ কথাঃ 

অনলাইন থেকে ইনকাম করতে চাইলে আমাদের সাথে থাকতে পারেন। 

আমাদের ইউটুব চ্যানেল এখানে ক্লিক করুন। 

আমাদের ফেসবুক পেইজ এখানে ক্লিক করুন।

Post a Comment

0 Comments