ফেসবুক মার্কেটিং করে ইনকাম করুন। What is Facebook Marketing.

 ফেসবুক মার্কেটিং করে ইনকাম করুন। What is Facebook Marketing.

আমরা ফেসবুক ব্যাবহার করি না এমন মানুষ অনেক কমই আছে। 

সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করার জন্য অন্যতম একটি সোশ্যাল সাইট হলো ফেসবুক। 

আজকে আমার এই আর্টিকেলে কীভাবে ফেসবুক মার্কেটিং করবো বা কীভাবে ফেসবুক থেকে মার্কেটিং করে আয় করবো সে বিষয়ে ধারনা  নিবো। 

আমরা যদি গুগল এ সার্চ দিই,  ফেসবুক থেকে ইনকাম কীভাবে করবো?  

তাহলে আপনি সেখানে হাজার হাজার রেজাল্ট পেয়ে যাবে৷ যেমন লাইক, কমেন্ট করে ইনকাম, লিং শেয়ার করে ইনকাম,  ডাউনলোড করে ইনকাম।  আসলে এগুলা সব স্প্যাম।  আপনি যদি এগুলা করতে যান তাহলে দেখবেন আপনার ফেসবুক প্রোফাইল,গ্রুপ / পেজ নেই হ্যাক হয়ে গেছে বা ডিজেবল হয়ে গেছে। 

তাই এসব জিনিস / ইনকাম থেকে দূরে থাকুন। আজকের আর্টিকেলে সহজ ভাষায় বলবো কীভাবে আপনি ফেসবুক থেকে মার্কেটিং করে ইনকাম করবেন। 

মূলত আপনার যদি কোন পেজ বা গ্রুপ থাকে তাহলে আপনি ফেসবুকে মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারবেন । 

আপনার প্রোফাইলে ও যদি ভালো ফলোয়ার থাকে তাহলে আপনি আপমার ফেসবুক প্রোফাইল দিয়েও ইনকাম করতে পারবে। 

তো আমরা এই তিনটি বিষয় নিয়ে আলোচলা করবো। 

১/  প্রোফাইল দিয়ে মার্কেটিং। 

২/ পেইজ দিয়ে মার্কেটিং। 

৩/ গ্রুপ দিয়ে মার্কেটিং। 





ফেসবুক প্রোফাইল দিয়ে মার্কেটিং৷ 


আপনার ফেসবুক প্রোফাইলে যদি অনেক বেশি ফলোয়ার থাকে তাহলে আপনি আপনার একাউন্ট বিভিন্ন ভিডিও / কন্টেন্ট বা বিভিন্ন পেজ এর প্রমোশন এর জন্য কাজ করতে পারবেন। 

তবে এ কাজটি করতে খুব সাবধান প্রোফাইল দিয়ে যে ইনকাম করবেন সেটা আপনাকে ক্লাইন্ট থেকে কী ভাবে টাকা নিবেন তা আপনার সম্পূর্ণ ব্যাক্তিগত ব্যাপার। ফেসবুক এ ব্যাপারে কিছু জানবে না, তাই ভালো ক্লাইন্ট দের কাজ করার চেষ্টা করবেন ফেসবুক প্রোফাইল একাউন্ট থেকে। 


ফেসবুক পেইজ দিয়ে মার্কেটিং করে ইনকাম ৷ 


আপনার যদি একটি পেইজ থাকে এবং সে পেইজে যদি অনেক বেশি ফলোয়ার থাকে তাহলে আপনি ফেসবুকে পেইজ থেকে মার্কেটিং করতে পারবেন। 

আপনার পেইজ এর ফলোয়ারা আপনাকে ভালোবাসে বা আপনার কন্টেন্ট কে ভালোবাসে বলেই আপনার পেইজ ফলো করে।  তাই আপনি চাইলে তাদের কাছে বিভিন্ন প্রোডাক্ট এর বিজ্ঞাপন নিয়ে যেতে পারেন।  কারন আপনার ফলোয়ারা আপনাকে একটু হলেও বিশ্বাস করে। আর আপনি যদি কোন কিছু সম্পর্কে ভালো বলেন তাহলে তারা সেটা অনেকেই ভালো বলবে। 

আপনি কোন একটা অ্যাফেলিয়েট মার্কেটিং সাইটের সাথে চুক্তি করুন এবং তাদের সার্ভিস / প্রোডাক্ট এর লিখ আপনার ফেসবুক পেইজ এ শেয়ার করুন। এবং সেই সার্ভিস বা প্রোডাক্ট সম্পর্কে ভালো কিছু কথা লিখুন যেটা আপনি যানেন৷ 

তাহলে আপনার যেই ফলোয়ারা আছে তারা প্রয়া ৮০% এর মনে আপনার দেওয়া প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে জানার আগ্রহ থেকে তারা লিংক এ ক্লিক করবে। লিংক এ ক্লিক করার কারনেও আপনি অল্প কিছু টাকা পেমেন্ট পাবেন৷ আর এখান থেকে যদি কেউ কোন প্রোডাক্ট বা সার্ভিস কিনে তাহলে আপনি এখানে কমিশন পাবেন৷ 

আপনার যত বেশি সেল হবে আপনি তত বেশি কমিশন পাবেন। 

আর এই ফেসবুক মার্কেটিং প্রক্রিয়া টি সারাজীবন এর আপনি যতদিন বেচে থাকবেন আপনার সেল হলেই আপনি এখান থেকে ইনকাম করতে পারবে৷ 


ফেসবুক গ্রুপ থেকে মার্কেটিং করে ইনকাম। 


আপনার যদি ফসবুকে একটি বড় গ্রুপ থাকে তাহলে আপনি সেখান থেকেও ইনকাম করতে পারবেন। আপনার গ্রুপের মেম্বারদের কাছে আপনার অ্যাফিলিয়েট লিংকটি শেয়ার করে ইনকাম করতে পারবেন। 

অথবা আপনার ফেসবুক গ্রুপে ২ হাজার থেকে ২০ হাজার + মেম্বার থাকলে আপনি আপনার গ্রুপ এর কভার ফটো বা গ্রুপ প্রোফাইল এ বিভিন্ন কোম্পানি বা ওয়েবসাইট এর এড চালাতে পারবেন, এর থেকেও আপনি একটা অনেক মোটা অংকের টাকা ইনকাম করতে পারবেন৷ 


আপনি চাইলে যে কোন ফেসবুক পেইজ বা গ্রুপ বিক্রি করেও ইনকাম করতে পারেন।  আপনার কাছে যদি অনেক লাইক দেওয়া পেইজ থাকে অথবা অনেক মেম্বার আছে এমন গ্রুপ থাকে তাহলে আপনি সেগুলো বিক্রি করেও ইনকাম করতে পারবেন। 

এই পেইজ বা গ্রুপ গুলো অনেকে কিনে থাকে তাদের বিজ্ঞাপন বা পণ্য বিক্রির জন্য। 


বিঃদ্রঃ 

ফেসবুক মার্কেটিং করার সময় কখনো স্প্যাম বা হ্যাকিং সাইট বা লিংক এর মার্কেটিং করবেন না। 

এতে করে আপনি একদিন অনেক টাকা ইনকাম করতে পারবেন ঠিকই কিন্তু তার পরবর্তী সময়ে আপনার যে ট্রাফিক গুলো তারা আপনাকে আর বিশ্বাস করবে না। আপনি পরে অনেক  ভালো কিছু বিক্রি করতে গেলেও কেউ আপনার লিংক থেকে কিছু কিনবে না৷ 

এই ভুল করলে আপনি আপনার অডিয়েন্স হারিয়ে ফেলবেন সারাজীবন এর মতো, আর আপনার ইনকাম হবে ০। তাই চেস্টা করবেন সবসময় সঠিক লিংক বা সঠিক পণ্যর বিজ্ঞাপন দেওয়ার জন্য এতে করে আপনি একদিন অনেক টাকা ইনকাম করতে পারবেন আর এটা সবসময় বাড়তেই থাকবে।

আরো পড়ুনঃ

গুগল এডসেন্স কী? গুগল এডসেন্স কীভাবে কাজ করে? সমস্যা সমাধান।

শেষ কথাঃ 

অনলাইন থেকে ইনকাম করতে চাইলে আমাদের সাথে থাকতে পারেন। 

আমাদের ইউটুব চ্যানেল এখানে ক্লিক করুন। 

আমাদের ফেসবুক পেইজ এখানে ক্লিক করুন।

Post a Comment

0 Comments