অনলাইনে শিক্ষক হয়ে ইনকাম করুন। How To Make Money Teaching Online.

 অনলাইনে শিক্ষক হয়ে ইনকাম করুন। How    To Make Money   Teaching Online.

অনলাইনে শিক্ষক হয়ে ইনকাম করাটা হয়ত এখন আর আপনার অজানা নয়। কারন বর্তমানে অনলাইনে মানুষ শিক্ষাগতা করে ইনকাম করছে হাজার হাজার টাকা। বর্তমান তথ্য প্রযুক্তির উন্নতির কারনে মানুষ অনলাইনের প্রতি ঝুকে পড়েছে৷ তাছাড়া অনেকে অনেক সমস্যার কারনে সরাসরি কোন প্রতিষ্ঠানে বা অন্যা কোথাও গিয়ে শিখতে পারে না। তাই তারা খুব সহজেই যে কোন জায়গা থেকে অনলাইনের মাধ্যমে যে কোন কিছু শিখে নেয়৷ তাই অনলাইনে যে কোন বিষয়ে টিচার এর চাহিদা বাড়ছে। সামনের দিন গুলোতে এই অনলাই টিচার এর মার্কেট টা অনেকটা ফ্রিল্যাসিং মার্কেট এর মতো জনপ্রিয় হয়ে উঠবে৷ ২০২১ সালে অনলাইন টিচার এর মার্কেট ভেলু হয়েছে ২৪৬ বিলিয়ন ডলার। তাহলে বুজতেই পারছিন অনলাইন টিচার হয়ে ইনকাম করতে পারবেন কত টাকা৷ আপনাদের জন্য অনেক বড় একটি সুযোগ আসতে চলেছে যারা অনলাইনে শিক্ষাগত করে ইনকাম করতে চান তাদের জন্য। 



অনলাইনে কেন শিক্ষক হবেন? 


বর্তমান সময়ে বিশ্বের প্রায় সব দেশে নিজেদের লার্নিং প্রতিষ্ঠান রয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান ও রয়েছে। এসব দেশে সরাসরি যে কোন কিছু শিখানো হয় না তা নয়। এসব দেশে সরাসরি আপনার উপস্হিতি থেকে যেমন কোন কিছু শিখানো হয় তেমনি অনলাইনে ও তার প্রাধান্য রয়েছে ব্যাপক পরিমানে৷ 

আর তার জন্যই বর্তমানে অনলাইন টিচার এর মার্কেট ভেলু রয়েছে বিলিয়ন ডলার। 

বর্তমান সময়ে মানুষ অনলাইনের যে কোন কিছু শিখতে চায়। অনেকে আছে অনেক অনেক সমস্যার কারনে সরাসরি কোন কিছু শিখতে পারে না তাদের জন্য অনলাইন এ শিখাটা অনেক সহজ হয়ে যায়৷ তার জন্য অনলাইনের প্রতি ঝুঁকে আছে কোটি কোটি মানুষ। 


ব্রান্ডন হল এর এক গবেষণায় দেখা যায় ফিজিক্যালি কোন কিছু শিখানোর চেয়ে অনলাইনে শিখানো হলে তাতে করে প্রয় ৩৫%-৭৫ ℅ পর্যন্ত সময় বাঁচে। এছাড়াও সবচেয়ে বড় বিষয় হলো সরাসরি যেখানে শিক্ষার্থীরা কোন কিছু শিকার প্রতি মনোযোগ দেয় ১২%-২৮% আর সেখানে অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের মনোযোগ থাকে ৩০%-৭৫% পর্যন্ত। তাহলে বুজতেই পারেন অনলাই ক্লাসের ভূমিকা কতটুকু। 

অনলাইনে শিক্ষাগতার পাশাপাশি আপনি আপনার নিজের জ্ঞান কেও অনেক বাড়িতে নিতে পারবেন যেটা আপনার ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে৷ এর পাশাপাশি আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। 


অনলাইনে কী ভাবে টিচার হবো? 


আপনি যদি যে কোন বিষয়ে ভালো বুঝেন বা ভালো জানেন তাহলেই আপনি এটি করতে পারবেন৷ তার পাশাপাশি আপনি যদি আপর এই জ্ঞান কাজে লাগি বা কাউকে শিখিয়ে ইনকাম করতে চান তাহলে সেটাও পারবেন। আপনি যদি অনলাইনে শিক্ষক হতে চান তাহলে আপনাকে যে কোন থার্ড পাটি ওয়েবসাইট বা আপনার নিজের যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি সেখান থেকে শুরু করতে পারবেন। আপনি চাইলে আপনি যে বিষয়ে শিখাতে চান সে বিষয়ের কোর্স তৈরি করতে পারেন অথবা আপনি সরাসরি অনলাইনে ক্লাস করাতে পারেন। আর আপনি যে পেমেন্ট পাবেন বা আপনার কোর্স ফি যেটা নিবেন আপনি যদি থার্ড পাটিতে কাজ করেন তাহলে আপনার ইনকাম থেকে সেই থার্ডপাটি ওয়েবসাইট টি কিছু কমিশন নিবে৷ আর যদি আপনার নিজের ওয়েবসাইট থাকে যদি আপনি সেখানে কোন কোর্স বা ভিডিও ক্লাস করিয়ে পেমেন্ট নেন সেটা সম্পূর্ণ আপনার কাউকে কোন কমিশন দিতে হবে না৷ 

আপনি চাইলে এই কাজটি ২ ভাবেই করতে পারেন থার্ডপাটি ওয়েবসাইট দিয়ে অথবা আপনার নিজের ওয়েবসাইট দিয়ে৷ 


কী ভাবে অনলাইনের কোর্স করাবো?  


আপনি অনলাইনে নানা ভাবে কোর্স করাতে পারেন। আপনি চাইলে অনলাইনে তৈরী করা কোর্স সেল করতে পারেন। আপনি চাইলে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে কোর্স করাতে পারবেন। এছাড়া ভিডিও এ্যানিমেশন, ইউটিউব ভিডিও অথবা বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে কোর্স করাতে পারেন। 

এছাড়াও আপনি আপনার ওয়েবসাইট বা ফেসবুক পেইজ অথবা ইউটিউব এ লাইভ স্ট্রিম করে যে কোন কোর্স করাতে পারেন৷ 


অনলাইনে আমি কী শিখাবো? 


আপনি অনলাইনে যে কোন কিছু শিখাতে পারেন। তবে আপনি যেটা শিখাবেন সে বিষয়ে আপনাকে অব্যশই পারদর্শী হতে হবে। আপনি যদি নিজেই সে বিষয়ে পারদর্শী না হন তাহলে মানুষকে কী শিখাবেন। তাই আপনি যে টা ভালো পারেন সেটাই শিখানো শুরু করে। মনে করে আপনি অকং ভালো পারেন বা ইংরেজি ভালো পারেন তাহলে শুরু করে দিন দেরি না করে এতে করে আপনি নিজে ইনকাম ও করতে পারবেন এবং তার পাশাপাশি আপনি নিজেও অনেক কিছু শিকতে পারবেন। আপনি শুধু যে অংক ইংরেজি শিকাবেন তা নয় , আপনি যদি ভালো আর্ট করতে পারেন, সুন্দর লেখা লিখতে পারেন এ্যানিমেশন বানাতে পারেন ইত্যাদি মানে আপনি যে বিষয়ে এক্সপার্ট সে বিষয়ে টিচার হিসাবে আপনার জার্নি শুরু করতে পারেন। 

তবে বর্তমান সময়ে মানুষ ইংরেজি শিখার প্রতি অনেক গুরুত্ব দিচ্ছে। আর এই ইংরেজি শিক্ষা টাও তারা এখন অনলাইন থেকে নিতে চায়। এই সুযোগ কাজে লাগিয়ে যারা ইংরেজি ভালো জানে তারা কিন্তু অনলাইন থেকে লক্ষ লক্ষ টাকা আয় করে নিচ্ছে। তাই আপনি সময় নষ্ট না করে এখনোই কাজে লেগে যান সফলতা আসবেই। যে কোন একটা টপিক নিয়ে কাজ শুরু করে দেন। 


প্রশিক্ষন বা দক্ষতা শেয়ার। 


আপনি যদি কোন বিষয়ে দক্ষ থাকেন তাহলে সে বিষয়ে আপনি অনলাইনে প্রশিক্ষন দিতে পারেন। যেমন সেটা হতে পারে গান গাওয়া, ভাষা, নাচ করা, আর্ট করা ইত্যাদি এই সকল বিষয় গুলো আপনি অনলাইনে প্রশিক্ষন দিয়ে আয় করতে পারবেন। 


লাইভ কোর্স করে ইনকাম?  


ধরুন আপনি ওয়েবসাইট ডিজাইন বা ওয়েব ডেভেলপার এর কাজ ভালো জানেন। তাহলে আপনি অনলাইনে লাইভ ক্লাস করাতে পারেন। এতে করে আপনি আপনার কোর্স ফি আগেই নিয়ে নিতে পারবেন এবং কোর্স এর মেয়াদ অনুযায়ী আপনি ক্লাস করাবেন যেমন ৩ মাস ৬ মাস৷ আপনি অনলাইনে জুম বা গুগল মিট এর মাধ্যমে স্কিন রেকর্ড লাইভ করাতে পারবেন৷ 


প্যাকেজ সেল। 


আপনি যদি অনলাইন লাইভ কোর্স করাতে সমস্যা হয় তাহলে আপনি যে বিষয় টা শিখাবেন সেবিষয়ে আপনি আগে থেকে কোর্স তৈরি করে রাখতে পারেন এবং পরবর্তী তে আপনি অনলাইনে সে কোর্স গুলো সেল দিয়ে ইনকাম করতে পারবেন। সেগুলো হতে পারে, ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপার ইত্যাদি কোর্স সেল করে আপনি ইনকাম করতে পারবেন 


একাডেমিক সার্পোট এর অনলাইন টিচার। 


বর্তমানে অনেক প্রতিষ্ঠান বা একাডেমি আছে যারা অনলাইনের মাধ্যমে অনেক কিছু শিখায় বা কোর্স করায়। আর সেই একাডেমির জন্য প্রয়োজন হয় অনলাইন টিউটর। আর আপনি যদি কোন বিষয়ে এক্সপার্ট হন তাহলে আপনি এই সুযোগটি নিতে পারবেন৷ মানে আপনি সেই একাডেমির টিউটর হিসাবে অনলাইনে ক্লাস করিয়ে ইনকাম করতে পারবেন। 


আপনি যদি কোন বিষয়ে নিজে না জানেন তাহলে অন্য কে কীভাবে শিকাবেন। তাই অনলাইন থেকে টিউটর হয়ে ইনকাম করার জন্য আপনাকে অবশ্যই কোন বিষয়ে দক্ষ হতে হবে৷ আপনি যত ভালো শিকাতে পারবেন ততবেশি ইনকাম করতে পারবে। তাই সবসময় চেষ্টা করবেন ভালো কিছু দেওয়ার জন্য। আপনি যত ভালো কিছু শিখাতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন এবং আপনার চাহিদা ও বেড়ে যাবে।


যেই ৫ টি কাজ করে আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন মাসে ২০ হাজার টাকা।

শেষ কথাঃ 

অনলাইন থেকে ইনকাম করতে চাইলে আমাদের সাথে থাকতে পারেন। 

আমাদের ইউটুব চ্যানেল এখানে ক্লিক করুন। 

আমাদের ফেসবুক পেইজ এখানে ক্লিক করুন।

Post a Comment

0 Comments